শেষ আপডেট: 6th September 2020 10:40
দ্য ওয়াল ব্যুরো : আইএসএলে খেলার জোর সম্ভাবনা তৈরি হতেই এবার দলগঠনে নেমে পড়ল ইস্টবেঙ্গল। কারণ ইতিমধ্যেই এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড) দরপত্র আবেদন করেছে ইস্টবেঙ্গলকে। সেটি ১৪ সেপ্টেম্বরের জমা করতে হবে। মোট ছয়টি দলের মধ্যে লড়াই। যদিও মনে করা হচ্ছে, ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলানোর জন্যই এতদিনের অপেক্ষা ছিল আয়োজকদের। সময় অতিবাহিত হয়ে গেলেও ইস্টবেঙ্গলের হয়ে সওয়াল করেছেন সৌরভ গাঙ্গুলিও। তিনি আম্বানিদের বলার পরেই কর্তাদের মন গলে। কারণ এফএসডিএল প্রকারান্তরে রিলায়েন্স গ্রুপের। তাই কান টানলে মাথা আসবে, জানাই ছিল। কোম্পানির লোকেরাও জানতেন লাল হলুদ দল না খেলা মানে ডার্বির গন্ধ থাকবে না, তাতে লক্ষ্মীলাভও হবে না। তাই ইস্টবেঙ্গলকে খেলানোর একটা চাপ ছিল প্রশাসনেরও। সব হলেও গত মরসুমের ফুটবলারদের ধরে রাখা যাবে, এমন গ্যারান্টি ছিল না। কেননা শেষমেশ ইস্টবেঙ্গল আইএসএল না খেললে সেই ফুটবলারদের রিলিজ করে দেওয়া হতো। কিন্তু এখন সম্ভাবনা তৈরি হওয়ায় সেই ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। দলের শীর্ষ কর্তা দেবব্রত সরকারও জানিয়েছেন, ‘‘এতদিন ইনভেস্টর পাওয়া নিয়ে সমস্যা ছিল, সেটি পাওয়া যাওয়ার পরে এবার আমাদের চিন্তা দলগঠন। কারণ ইস্টবেঙ্গল খেলবেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তারা তো এলেবেলে দল গড়তে পারে না।’’ সেই লক্ষ্যেই সরাসরি কর্তারা যোগাযোগ শুরু করেন দুবাইয়ে থাকা ইনভেস্টর শ্রী সিমেন্টের মালিক মোহন বাঙ্গুরের সঙ্গে। তিনি জানিয়ে দেন কর্তাদের, আপনারা দলগঠন শুরু করে দিন, আমার মত রয়েছে। এমনকি এও বলেন, আগে দেশীয় ফুটবলারদের নিয়ে তারপর বিদেশীদের বিষয়ে এগোন। কিন্তু গত শনিবার এজে্ন্ট মারফৎ লাল হলুদ তাঁবুতে এসে পৌঁছয় বুন্দেশলিগার এক নামী সেন্ট্রাল মিডফিল্ডারের জীবনপঞ্জী। টোলগে আরসলান নামে জার্মানি বুন্দেশলিগার নামী ক্লাব হামবার্গারের নামী মাঝমাঠের তারকাকে ভাল লেগেছে কর্তাদের। টোলগে শেষ খেলেছেন তুরস্কের নামী ক্লাব ফেনেবিয়েসে। সব থেকে বড় কথা, এই ফুটবলারদের প্রোফাইলে দেখা গিয়েছে ৩০ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারেও খেলতে পারেন। এমনকি ডিফেন্সে নেমে দলকে সহায়তাও করতে পারবেন। গত মরসুমের বুন্দেশলিগা লিগ তালিকা দেখলে দেখা যাবে হামবার্গার দলটি দ্বিতীয় স্থানে শেষ করেছে। সেই দলের নিয়মিত তারকা ছিলেন টোলগে। এই নিয়ে লাল হলুদের তরফে রিক্রুটার এক প্রাক্তন ফুটবলার জানালেন, ‘‘আমাদের অনেকের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে, কিন্তু এই ফুটবলারের বিষয়ে ভাল লেগেছে। বিষয়টি সবটাই নির্ভর করছে ইনভেস্টারদের আধিকারিকদের সম্মতি পাওয়ার পরেই।’’ এমনিতেই করোনা আবহের মধ্যে বিদেশীদের আসার বিষয়টিও অনিশ্চিত। তাঁরা এলেও কোনও শর্ত চাপাবেন কিনা, সেটিও নির্ভর করছে। কিন্তু সবটাই প্রাথমিকভাবে এগিয়েছে, সব ঠিক থাকলে প্রথম বিদেশী হিসেবে তাঁকে পেতে চলেছে লাল হলুদ ক্লাব।