Latest News

শুধু বিজ্ঞাপনে নয়, মেজাজ হারিয়ে পাক সফরে ধোনিকে বকেছিলেন দ্রাবিড়, ফাঁস করলেন সেহওয়াগ

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি টুইটারে রাহুল দ্রাবিড়ের অচেনা এক মেজাজ দেখে সকলেই প্রায় অবাক হয়ে গিয়েছিলেন। তাঁদের অনেকেরই প্রশ্ন ছিল, দ্রাবিড় তো এমন স্বভাবের নয় যে ট্র্যাফিক জ্যামে আটকে গিয়ে তিনি পাশের গাড়ির লুকিং গ্লাস ভাঙবেন! তা হলে ব্যাপারটা কি ছিল।

মুহূর্তে ভাইরাল হয়েছে রাহুল দ্রাবিড়ের সেই ভিডিও। যেখানে একটি ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ হিসেবে রাস্তায় জ্যামে বসে গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে সদা শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত দ্রাবিড়কে। মূলত বিজ্ঞাপনের কাজেই এমনটা করেছেন তিনি।

গাড়ির বনেটে উঠে এও বলেছেন, ‘‘আমি ইন্দিরানগরের গুন্ডা।’’ এটি করেছেন রাহুলের নিজের শহর বেঙ্গালুরুর রাস্তাতেই। তিনি সত্যি থাকেন ওই ইন্দিরানগরে।

যদিও এর আগে দ্রাবিড়ের এমন বিগড়ে যাওয়া মেজাজ দেখেছেন বীরেন্দ্র সেহওয়াগ। ওই রাগ অবশ্য ক্রিকেটীয় কারণে দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। অতি আক্রমণাত্মক খেলতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসায় ধোনিকে বকা দিয়েছিলেন দ্রাবিড়।

ভারতের এক নামী ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই জানিয়েছেন সেহওয়াগ। বীরু পাকিস্তান সফরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ‘‘প্রায় দেড় দশক আগে পাকিস্তান সফরের এক ম্যাচে দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিংয়ের সময় নিজের উইকেট ছুঁড়ে আসায় কথা শুনতে হয় ধোনিকে, তবে পরের ম্যাচগুলোতে আর ভুল করেননি ধোনি।’’

সেহওয়াগ জানিয়েছেন, ‘‘আমি দ্রাবিড়কে রাগতে দেখেছি। আমরা যখন পাকিস্তানে খেলতে গিয়েছিলাম, ধোনি তখন দলে নতুন মুখ ছিল। সে একটা শট খেলল এবং পয়েন্টে ক্যাচ আউট হয়ে যায়। দ্রাবিড় এতে রেগে গিয়ে তাঁকে ইংরেজিতে বলে, ‘‘তুমি এভাবে খেলো কেন? তোমার ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল। দ্রাবিড়ের এই ইংরেজি শুনে আমি হতবাক হয়ে যাই। অর্ধেক কথা তো বুঝতেই পারিনি তখন।’’

ভারতীয় দলের নামী প্রাক্তন মহানক্ষত্র এও বলেছেন, ‘‘যদিও পরের ম্যাচ থেকে আর ওই ভুল করেনি ধোনি। দ্রাবিড়ের ওই বকুনিতে ধোনি নিজেও ভয় পেয়ে গিয়েছিল। পরের ম্যাচেই আমি ও ধোনি ব্যাটিং করছিলাম, বললাম, তুমি এত রক্ষণাত্মক খেলছ কেন? ধোনি বলেছিল, আমি ফের ওই একই ভুল করে রাহুল ভাইয়ের বকা খেতে পারব না!’’

You might also like