
জ্যামে আটকে গিয়ে মাথা গরম দ্রাবিড়ের, ব্যাট দিয়ে ভাঙলেন গাড়ির কাচ, বিস্ময় টুইট কোহলির
দ্য ওয়াল ব্যুরো: রাহুল দ্রাবিড় মানেই জেন্টলম্যান ক্রিকেটার। তাঁকে দেখলেই মনে হয় ভদ্র, স্থির এক মানুষ, যিনি স্থিতধী থেকে সব কাজ উদ্ধার করে দেবেন।
দেশের হয়ে যখন ক্রিকেট খেলেছেন, সেইসময় শান্ত, অবিচলিত থেকে নিজের কাজ করে গিয়েছেন। তাঁর নাম মিস্টার ডিপেন্ডেবল, ভরসার আরও এক নাম।
সেই মানুষটি যখন মাথা গরম করে ফেলেন, বুঝতে হয় অন্যরকম কিছু ঘটেছে। তাঁকে যাঁরা চেনেন, তাঁরাও অবাক হন। মেলাতে গিয়ে ভিড়মি খান, আরে রাহুল স্যারও চটে গিয়েছেন।
Never seen this side of Rahul bhai 🤯🤣 pic.twitter.com/4W93p0Gk7m
— Virat Kohli (@imVkohli) April 9, 2021
এতক্ষণ পড়ে যাঁরা ভাবছেন, সত্যিই কি রাহুল চটেছেন? তাঁদের জন্য বলে রাখা ভাল, একটা ক্রেডিট কার্ড কোম্পানির বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে জনবহুল শহরে গাড়ি ড্রাইভ করছেন দ্রাবিড়। আচমকা তিনি রেগে গিয়ে দাঁত-মুখ বেঁকিয়ে পাশের গাড়ির লোকদের বিব্রত করছেন।
একবার দেখা যায়, রাহুল পাশের গাড়ির লুকিং গ্লাস ব্যাট দিয়ে ভেঙে ফেললেন। আসলে সবটাই বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে। পরে দেখা যায়, সেই উত্তেজিত মানুষটিই ঠান্ডা হয়ে বসে রয়েছেন।
সব থেকে বড় কথা, দ্রাবিড়ের এই অচেনা মুড দেখে বিরাট কোহলিও অবাক হয়ে গিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘তোমার এমন রূপ আগে দেখিনি রাহুল ভাই।’’
বিজ্ঞাপনের মমার্থ, দেনায় জর্জরিত এক মধ্যবিত্ত মানুষ ধৈর্য্য হারিয়ে নানা কান্ড করছেন। তার থেকে পরিত্রান দিতে পারে এই কোম্পানির ক্রেডিট কার্ড, সেটাই এই বিজ্ঞাপনের ক্যাচলাইন।