শেষ আপডেট: 14th February 2021 07:43
দ্য ওয়াল ব্যুরো: আবারও প্রাণ ফিরল ময়দানে। খোলা মাঠে শুরু হল ক্রিকেট ম্যাচ। এর আগে ইডেন গার্ডেন্সে মুস্তাক আলি টোয়েন্টি ২০ ক্রিকেট হয়েছে। কিংবা সিএবি প্রিমিয়ার লিগের ম্যাচও হয়েছে। কিন্তু সেগুলি হয়েছিল জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। কিন্তু এবার শুরু হল খোলা মাঠের অনাবিল আনন্দের ক্রিকেট ম্যাচ।
যে মাঠে খেলা দেখা যায় চিনে বাদাম চিবোতে চিবোতে। কিংবা ফুচকা খেতে খেতে, কখনও শাঁকালুতে কামড় দিয়ে ক্রিকেটের মজা নেওয়া যায়।
প্রায় এগারো মাস পরে ক্রিকেটাররা সব ম্যাচ খেললেন। ডালহৌসি ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হল জে সি মুখার্জি ট্রফি। আর রাজস্থান মাঠে শিবপুর ইনস্টিটিউট ও সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হল এন সি চ্যাটার্জি ট্রফি। দুটি ম্যা্চেই রুপোর কয়েন দিয়ে টস করা হয়। তবে কোভিডের জন্য নির্দিষ্ট বিধিনিষেধ মেনেই টুর্নামেন্ট শুরু করেছে সিএবি।
উদ্বোধনী দুটি টুর্নামেন্টের দুই উদ্বোধনী ম্যাচেই উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সহ সভাপতি নরেশ ওঝা, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ দেবাশিষ গঙ্গোপাধ্যায়।
প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে দুটি টি-২০ ক্রিকেটে অংশ নিচ্ছে ২৮ টি ক্লাবের ৭২৫ জন ক্রিকেটার। স্বাভাবিক ভাবেই গড়ের মাঠের ক্রিকেট মহলে খুশির হাওয়া। দম বন্ধ হওয়া পরিবেশ থেকে আপাতত স্বস্তির হাওয়া।
এবার করোনার কারণেই সিএবি লিগ না করলেও দু-দুটি টি-২০ টুর্নামেন্ট শুরু করতে পারল সিএবি। প্রথম ডিভিশনের জন্যে জে সি মুখার্জি ট্রফি এবং দ্বিতীয় ডিভিশনের জনয ক এন সি চ্যা টার্জি ট্রফি (টি-২০) শুরু হয়ে গেল শনিবারই।