
আইপিএল চলছে বহাল তবিয়তে, মেয়েদের টোয়েন্টি ২০ লিগটাই বাতিল করল বোর্ড, প্রশ্ন তুলছে ক্রিকেটমহল
দ্য ওয়াল ব্যুরো: বরাবরই ভারতীয় ক্রিকেটে মহিলাদের ব্রাত্য রাখা হয়েছে। তাঁদের ক্রিকেট প্রসারে অনেক দেরিতে ঘুম ভেঙেছে কর্তাদের। দেশের ক্রিকেট প্রেমীদের একটা অংশের কাছে যদি জানতে চাওয়া হয়, ভারতের সর্বকালের সেরা পাঁচ মহিলা ক্রিকেটারের নাম বলুন তো? অনেকেই পারবেন না, সেটি বলে দেওয়া যায়।
এজন্য দায়ী করা যাবে না সংবাদমাধ্যমকে, কারণ মহিলাদের ক্রিকেট প্রসারে বৈপরিত্যসুলভ আচরণ করেছেন বোর্ড কর্তারাই। বরং বহুক্ষেত্রে মিডিয়া মহিলাদের ক্যারিশমা তুলে এনেছে।
মেয়েদের আইপিএলের মতো একটা টোয়েন্টি ২০ চ্যালেঞ্জ কাপ শুরু করা হয়েছিল। কিন্তু সেটি নিয়ে কোনও চাকচিক্য নেই কর্তাদের। বরং আইপিএল নিয়ে যা ঝলসানি দেখানো হয়, তার ছিটেফোঁটাও নেই মহিলাদের লিগে। অথচ তাদের লিগে বড় বড় তারকারাই খেলেন। মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রিৎ, বেদা কৃষ্ণমূর্তি, স্মৃতি মান্ধানারা খেলেন লিগে।
চলতি বছর জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে হরমনপ্রিৎ কউরদের। তার আগে টি-টোয়েন্টি চ্যালেঞ্জকেই প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছিলেন ক্রিকেটাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় দলের এক সদস্যা এদিন সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, “এটা আমাদের জন্য নিঃসন্দেহে হতাশার খবর। ভেবেছিলাম, ইংল্যান্ডের বিরুদ্ধে ভালভাবে প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যাবে। কিন্তু এখন মনে হচ্ছে সেসব কিছুই হবে না। বিষয়টা জানার জন্য বোর্ডকে বহুবার ফোন করা হয়েছে। কিন্তু কোনও উত্তর মেলেনি।’’
না হলে এবারই যেমন করোনার কারণে আইপিএল চলছে জাঁকজমকভাবে। অথচ মহিলাদের লিগটাই বাতিল করে দিল বোর্ড। একই যাত্রায় তা হলে পৃথক ফল কেন? এই প্রশ্ন উঠছে খোদ ক্রিকেটমহলেই। এই নিয়ে বাংলার নামী প্রাক্তন তারকা মিঠু মুখোপাধ্যায় জানিয়েছেন, এটা বোর্ড ঠিক কাজ করেনি। তা হলে আইপিএলও তো বন্ধ করে দেওয়া উচিত ছিল।
বাংলার আরও এক নামী প্রাক্তন গার্গি বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি জানি না কী ভেবে এটা বাতিল করা হল। আমি বলছি না করোনা আবহের মধ্যে খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু যেখানে আইপিএল হচ্ছে, সেখানে মহিলাদের টুর্নামেন্ট তো এমনিতেই কম, সেখানে এই বৈপরিত্য কেন, সেটি ভেবে দেখা উচিত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলার এক নির্বাচকও বলেছেন, ‘‘মহিলাদের প্রতি বোর্ডের কোনওদিনই নজর ছিল না। সম্প্রতি দিয়েছে সৌরভ আসার পরে, না হলে কোনওদিনই আমাদের পাত্তা দেওয়া হয়নি।’’