
ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি ২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি-কে সিদ্ধান্ত জানাতে হবে এ মাসেই
সামনের আট বছরে আইসিসি করবে মোট ছয়টি বিশ্বকাপ, সবটাই ছেলেদের। এই সময়ের মধ্যে হবে ৪টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মঙ্গলবারের বোর্ড মিটিংয়ের পর পূর্ণ সূচী ঘোষণা করা হয়েছে।
২০২৩ পর্যন্ত যাবতীয় আইসিসি ইভেন্ট নির্ধারিত রয়েছে আগে থেকেই। চলতি বছরের পর ২০২২-এ ফের অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালে আয়োজিত হবে ওয়ান ডে বিশ্বকাপ। মঙ্গলবার আইসিসির বৈঠকে সিলমোহর পড়ে পরের আট বছরের আইসিসি ইভেন্টে।
শুধু ছেলেদের ইভেন্টই নয়, বরং এই সময়ের মধ্যে আয়োজিত হবে মেয়েদের ৬টি বিশ্বকাপ ও ২টি টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলেদের ৪টি বিশ্বকাপ ও মেয়েদের ৪টি টি-২০ বিশ্বকাপও আয়োজিত হবে এই আট বছরে।
এদিকে, ২৮ জুন পর্যন্ত বিসিসিআই-কে সময় দিল আইসিসি। এর মধ্যেই বোর্ডকে সিদ্ধান্ত জানাতে হবে তাঁরা আদৌ বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুত কিনা।
এই বৈঠকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভার্চুয়াল ছিলেন, এমনকি বোর্ড সচিব জয় শাহও বক্তব্য রেখেছেন। সৌরভ সভায় বলেছেন, ভারতে করোনা পরিস্থিতি নিয়ে, আইসিসি কর্তারা সেটি মন দিয়ে শুনেছেন।
বোর্ড সূত্রে জানানো হয়, এদিনের বোর্ড মিটিংয়ে আইসিসি-র কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও এক মাস সময় চেয়ে নেবেন কর্তারা। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই আইসিসি ২৮ জুন পর্যন্ত বিসিসিআই-কে সময় দিয়েছে।