Latest News

কোহলিকে সরিয়ে টেস্টে নেতা করা উচিত রাহানেকে, উঠছে দাবি, আইসিসি তালিকাতেও নামলেন ভারত অধিনায়ক

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সাফল্যের পরে একটা সুপ্ত কথা চলছিলই। চেন্নাইতে প্রথম টেস্টে হারের পরে সেই আলোচনা আরও জোরদার হচ্ছে। বিরাট কোহলিকে সরিয়ে টেস্টে দলের অধিনায়ক করা উচিত অজিঙ্ক্যা রাহানেকে। এই নিয়ে সরব একাংশ।

অনেকেই এটাও বলছেন, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে রাহানে দলকে জিতিয়েছেন নেট বোলার ও টি ২০ ব্যাটসম্যানদের দিয়ে। আর সেরা দল হাতে পেয়েও কোহলি কেন দলকে জেতাতে পারেন না?

একজন টুইটারে এটাও লিখেছেন, ‘‘আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে যিনি এখনও চ্যাম্পিয়ন করতে পারলেন না, তাঁকে টেস্টের অধিনায়ক রাখা হচ্ছে, কিসের যুক্তিতে, বলতে পারেন?’’

যদিও রাহানে প্রসঙ্গে বলা হচ্ছে, তিনি অধিনায়ক থাকলে একরকম খেলেন, আবার না থাকলে অন্যরকম, এটা কেন হবে? কোহলি নিয়ে বলা হয়েছে, ভারত অধিনায়ক নিজে ব্যাটিংয়ে বেশি রান করে প্রমাণ করেন বাকিরা কেন ব্যর্থ, এটাও যোগ্য নেতার পরিচয় নয়!

এদিকে তার মধ্যে আইসিসি টেস্ট ক্রম তালিকা থেকে নামলেন বিরাট কোহলি। দীর্ঘদিন বড় রান না-পাওয়ায় পাঁচ নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক৷ ইংল্যান্ড দলনায়ক জো রুট তিনে উঠে এসেছেন। চিপকে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৭২ রানের ইনিংস খেলেন কোহলি৷ প্রথম দশে বিরাট ছাড়া রয়েছেন ভারতের আর এক ব্যাটসম্যান৷ চিপকে ৮৮ রানের ইনিংস খেলে ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা৷

চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ২২৭ রানে জেতে ইংল্যান্ড। আর এই জয়ে বড় ভূমিকা নেন রুট, তিনি ২১৮ রানের ম্যারাথন ইনিংস খেলেন৷ এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টেও সেঞ্চুরি করেন ইংল্যান্ড টপ অর্ডার ব্যাটসম্যান৷ ২২৮ ও ১৮৬ রান ইনিংস খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন রুট৷ এই ধারাবাহিক পারফরম্যান্সের জেরে আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে দু’ধাপ তিন নম্বরে উঠে এলেন তিনি৷

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের দেশে ফিরে এসেছিলেন কোহলি, তাঁকে ছাড়াই রাহানে দলের নেতা হন, এমনকি দারুণ ফল করে ও সিরিজও জিতেছিল। তারপর থেকেই বলা হয়, কোহলির থেকে মস্তিষ্ক বেশি সচল রাহানের। এমনকি বিরাটকে নিজের ভালর জন্যই অধিনায়ক পদ থেকে সরে গিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বলেছেন বিশেষজ্ঞদের অনেকেই।

 

 

You might also like