শেষ আপডেট: 3rd February 2021 17:38
দ্য ওয়াল ব্যুরো: স্মরণে-শ্রদ্ধায় প্রতিবারের মতো পালিত হল ৪১তম স্যার ফ্র্যাঙ্ক ওরেল ডে। সিএবি-তে ওরেলের ছবিতে মাল্যদান করেন সংস্থার সকল শীর্ষ আধিকারিকরা। এই দিনটিকে আবার সিএবি-র প্রতিষ্ঠা দিবস হিসেবেও পালন করা হয়, এবং রক্তদান শিবিরও সাড়ম্বরে হয়েছে। এবার করোনা আবহের মধ্যেও জেলা ও শহর মিলিয়ে রক্তদান করেছেন মোট ১৪৮০ জন। রক্তদাতাদের হাতে প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামীর সই সম্বলিত শংসাপত্র দেওয়া হয়েছে। ১৯৬২ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরু। বার্বাডোজে মুখোমুখি ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচ। চার টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ ছিল সেটি। প্রথম ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে মাঠে নামেন অধিনায়ক নরিম্যান জামসেদজি কন্ট্রাক্টর ও দিলীপ সরদেশাই। নিজের ব্যক্তিগত ২ রানে অপরাজিত অধিনায়ক নরি স্ট্রাইক নেবেন, বল হাতে তৈরি চার্লস গ্রিফিথ। এটি ছিল চার্লসের দ্বিতীয় ওভারের চতুর্থ বল। ভয়ঙ্কর বাউন্সার। চার্লসের বাউন্সার সামলাতে গিয়ে মিস টাইমিং করে ফেলেন হেলমেটহীন (তখন হেলমেট পরা হত না) নরি কন্ট্রাক্টর। বল লাগে সোজা মাথায়। নরি মাটিতে, রক্তাক্ত। আঘাত গুরুতর। সঙ্গে সঙ্গে নরিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিস্থিতি ভাল নয় দেখে নিউ ইয়র্ক থেকে স্পেশাল সার্জেন উড়িয়ে আনা হল। সেই সার্জেন জানিয়ে দিলেন নরিম্যানকে বাঁচাতে হলে দরকার রক্ত। সেইদিন, সেই সময় ওয়েষ্ট ইন্ডিজের তৎকালীন অধিনায়ক স্যার ফ্রাঙ্ক ওরেল নিজে রক্ত দিয়ে ভারত অধিনায়ক নরিকে বাঁচিয়েছিলেন। ক্যারিবিয়ান অধিনায়ক স্যার ফ্রাঙ্ক ওরেলের এই মানবিকতার পরিচয় পেয়ে গোটা বিশ্ব মুগ্ধ হয়ে গিয়েছিল। আর সেই ওরেলকে শ্রদ্ধা জানিয়ে ১৯৮১ সাল থেকে ৩ ফেব্রুয়ারি সিএবির প্রতিষ্ঠা দিবসের দিন ‘স্যার ফ্রাঙ্ক ওরেল নামে রক্তদান করা হয়। এই দিন রাজ্যের বহু মানুষ রক্তদান করেন। বুধবার সিএবি-তে এই বিশেষ দিনে হাজির ছিলেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়সহ বাকি কর্তারাও।