শেষ আপডেট: 20th December 2020 17:50
দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্স তাঁকে কোনওদিন খালি হাতে ফেরায়নি। যতবার খেলেছেন এই মাঠে, ততবারই উল্লেখযোগ্য কিছু করেছেন। মহম্মদ আজহারউদ্দিনকে সেই কারণেই বলা হয় ‘ইডেনের বরপুত্র’। তিনি এখন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। দল খেলবে মুস্তাক আলি টোয়েন্টি ২০ টুর্নামেন্টে। তাই সশরীরে হাজির হয়ে গিয়েছেন ক্রিকেটের নন্দনকাননে। ইডেন মানেই আজহারের কাছে অনেককিছুই। অফ ফর্ম নিয়ে কলকাতায় খেলতে এসেছেন, এই মাঠে সেঞ্চুরি করে ফিরেছেন। তাই ইডেন আজ্জুর কাছে ভীষণ রকমের নস্টালজিয়া। রবিবার তাই মাঠে পা দিয়েই কখনও কখনও স্মৃতিমেদুরতায় ভুগেছেন। আবার কখনও দেখা গিয়েছে একাই গ্যালারির সামনে চলে যেতে। ফাঁকা গ্যালারি দেখে কান পেতেছেন সেই গর্জন শোনার! ভারতীয় ক্রিকেটে কলঙ্কের দাগ আজহারের নামে। সেটি অবশ্য আদালত তাঁকে বেকসুর মুক্ত করে দিয়েছে বলেই তিনি ফের ক্রিকেট প্রশাসনে আসতে পেরেছেন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বর্তমানে সু-সম্পর্ক। কিন্তু সৌরভের মাঠে এসে তাঁর সঙ্গে দেখা হয়নি। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে দেখা করেছেন আজহার। সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে কলকাতায় দলগুলি জৈব সুরক্ষা বলয়ের মধ্যে কীভাবে থাকবে, সিএবি তার জন্য কী ব্যবস্থা করছে, তা জেনে নেওয়ার জন্যই ঝটিতি প্রাক্তন অধিনায়কের কলকাতা আগমন। এও জেনেছেন সদ্য সিএবি একটি টি ২০ লিগও করেছে করোনা আবহের মধ্যে, সেটিও হয়েছে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এলিট গ্রুপ ‘বি’-তে বাংলার সঙ্গেই রয়েছে হায়দরাবাদ। গ্রুপের সব ম্যাচ তাদের খেলতে হবে কলকাতায়। এই শহরে দল পাঠানোর আগে তাই নিজে এসে সবকিছু দেখে নিলেন আজহার। বোর্ড ইতিমধ্যেই জানিয়েছে, সব দলকে কলকাতায় ২ জানুয়ারির মধ্যে পৌঁছতে হবে। ২, ৪ এবং ৬ জানুয়ারি প্রত্যেক ক্রিকেটারের কোভিড পরীক্ষা হবে টিম হোটেলে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ৮ জানুয়ারি থেকে অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটাররা। প্রসঙ্গত, ১০ জানুয়ারি প্রতিযোগিতা শুরু হচ্ছে। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, নক আউট পর্বের সব ম্যাচ হবে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনাল ২৬ ও ২৭ জানুয়ারি, সেমিফাইনাল ২৯ জানুয়ারি এবং ফাইনাল ৩১ জানুয়ারি।