Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া
Spain Enter Euro Cup Final

চূর্ণ এমবাপের ফ্রান্স, স্প্যানিশ আর্মাডার তাণ্ডবে ইউরো ফাইনালে স্পেন

একেই কি বলে স্প্যানিশ আর্মাডা। ফুটবল কেন এত সুন্দর, আবারও বোঝা গেল ইউরো কাপের সেমিফাইনালে। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে স্পেন ফাইনালে।

চূর্ণ এমবাপের ফ্রান্স, স্প্যানিশ আর্মাডার তাণ্ডবে ইউরো ফাইনালে স্পেন

লামিনে ইয়ামালের সেই অনবদ্য গোল।

শেষ আপডেট: 9 July 2024 21:14

দ্য ওয়াল ব্যুরো: একেই কি বলে স্প্যানিশ আর্মাডা। ফুটবল কেন এত সুন্দর, আবারও বোঝা গেল ইউরো কাপের সেমিফাইনালে। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে স্পেন ফাইনালে। সেমিতে চূর্ণ কিলিয়ান এমবাপের ফ্রান্স। ফল স্পেনের পক্ষে ২-১।

ইউরো চ্যাম্পিয়নশিপে গোল করাই যেন ভুলে গেছে ফ্রান্স। গ্রপ পর্বে ৩ ম্যাচে মাত্র ১ গোল, শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করে টাইব্রেকারে জয় পেয়েছিল ফ্রান্স।

এদিন ভারতীয় সময়ে গভীর রাতে দারুণ শুরু করেছিল ফ্রান্স। মাত্র নয় মিনিটের মাথায় গোল পেয়ে গিয়েছিল। তবে এই লিড ধরে রাখতে পারেননি ফরাসিরা।

কিলিয়ান এমবাপের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন রান্ডাল কুলো মুয়ানি। যে কারণে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। চলতি ইউরোতে এই প্রথম প্রথমার্ধে গোলের দেখা পেয়েছিল ফ্রান্স।

স্পেন যে এবারের ইউরোতে দুর্দান্ত, সেটি প্রমাণ করতে সময় নেয়নি। ২১ মিনিটে লামিন ইয়ামালের চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে স্পেন। আলভারো মোরাতার অ্যাসিস্ট থেকে বাঁ-পায়ের দারুণ শটে ফরাসিদের জাল কাঁপিয়ে দেন ১৬ বছরের বিস্ময় বালক।

অল্প সময়ের মধ্যে সমতায় ফিরেও গোলের খিদে একটুও কমেনি স্পেনের। ৪ মিনিট পরই আবার গোল করেন স্প্যানিশরা। দানি ওলমোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লুইস ডি লা ফুয়েন্তের দল। ডি-বক্সের মাঝখান থেকে দুই ফরাসি ডিফেন্ডারের মাঝখান দিয়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার।

বিরতির পরে চাপ রাখে ফ্রান্স। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বারবার গোলের সামনে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছেন এমবাপেরা।  তবে স্প্যানিশ কোচ একটা বিষয় শিখিয়ে গেলেন, যে আক্রমণাত্মক ফুটবলের কাছে বেশি রক্ষণ নির্ভর খেললে আরও চাপ বাড়ে। তাই স্পেনও আক্রমণে গিয়েছে দ্বিতীয়ার্ধে। তারা সেইসময় দুটি বদল করে। অপরদিকে ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশা জয়ের জন্য এতটাই মরিয়া ছিলেন যে তিনটি বদল করেও কাজের কাজ কিছু করে উঠতে পারেননি। 


ভিডিও স্টোরি