শেষ আপডেট: 22nd July 2024 09:11
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সের যাত্রাটা মোটেই ভাল শুরু করতে পারেনি মেসির দেশ। 'অদ্ভুত' এক ম্যাচ খেলে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় তারা। তবে পরের ম্যাচেই জয়ের সরণীতে ফিরল আর্জেন্টিনা। অন্যদিকে পরপর দু'ম্যাচ জিতে কোয়ার্টারের দিকে পা বাড়িয়ে রাখল সদ্য ইউরো জয়ী স্পেনও।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা। ১৩ মিনিটের মাথায় আলভারেসের পাস থেকে গোল করেন থিয়াগো আলমাডা। কিন্তু বিরতির আগেই ১-১ গোলে ড্র হয়ে যায় ম্যাচ। ইরাককে সমতায় ফেরান আয়মেন হুসেন। তবে দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর গোলের আরও বেশি তাগিদ দেখায় আর্জেন্টিনা। সাফল্য আসে ৬২ মিনিটে। গোল করেন লুসিয়ানো গন্ডৌ। ৮৪ মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন এজেকুইয়েল ফের্নান্দেস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইরাক।
অলিম্পিক্সের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ২-২ ড্র করছিল নীল-সাদা জার্সিধারীরা। তবে মাঝে বিরূপ পরিস্থিতির জেরে খেলা বন্ধ হয়ে যায় এবং দু'ঘণ্টা পরে তা চালু হলে আর্জেন্টিনার দ্বিতীয় গোল বাতিল হয়ে যায়। ফলে সেই ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছিল তাঁদের।
এদিকে পরপর দু'ম্যাচ জিতে বেশ ছন্দে রয়েছে স্পেন। শনিবার তারা ৩-১ গোলে হারিয়েছে ডোমিনিকান রিপাবলিককে। ২৪ মিনিটে প্রথম এগিয়ে যায় স্পেন। গোল করেন ফারমিন লোপেস। তবে এই ম্যাচেও প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। ৩৮ মিনিটে সমতা ফেরায় ডোমিনিকান রিপাবলিক। তবে ৫৫ মিনিট এবং ৭০ মিনিটের দুই গোলে সবশেষে ৩-১ স্কোরে ম্যাচ জেতে স্পেন।