শেষ আপডেট: 4th October 2023 21:10
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ হবে। আমদাবাদে খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। মেগা আসরের আগে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন নামী তারকারা। তার আগে বুধবার বিশ্বকাপের দশ দলের অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স মিট হয়েছে।
ওই অনুষ্ঠানে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। অধিনায়কদের সম্মেলনে পাশাপাশি সবাই বসেছিলেন। দেখা যায়, তার মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অধিনায়ক তেম্বা বাভুমা ঘুমিয়ে পড়েছেন।
এদিনের অধিনায়কদের সম্মেলন সঞ্চালনা করেছেন রবি শাস্ত্রী ও ইয়ন মরগ্যান। তাঁরা যখন কথা বলছিলেন, সেইসময় দেখা যায় প্রোটিয়া অধিনায়ক ঢুলছেন। তিনি রীতিমতো ঘুমোচ্ছিলেন! তেম্বার পাশে বসেছিলেন রোহিত শর্মা, কেন উইলিয়ামসনরা। নিউজিল্যান্ড অধিনায়ককে দেখা যায়, দক্ষিণ আফ্রিকা দলের নেতার দিকে তাকিয়ে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই ছবি। তেম্বা বলেছেন, ‘কে বলেছে আমি ঘুমোচ্ছিলেন। ক্যামেরার অ্যাঙ্গেল এমন ছিল যে মনে হচ্ছে আমি ঘুমোচ্ছি। আদতে আমি সজাগই ছিলাম।’
তেম্বা এর আগে একবার ভারতে এসেছিলেন পরিস্থিতি সবকিছু খতিয়ে দেখতে। তারপর দেশে ফিরে যান পারিবারিক কারণে। আবারও এসেছেন দলের সঙ্গে। অতিরিক্ত বিমানযাত্রার কারণেই কি ক্লান্ত প্রোটিয়া অধিনায়ক? অনেকে সেটিও বলছেন।