Latest News

ফের হার গেইলদের, বর্ণবিদ্বেষী বিতর্কে সায় নেই ডি’ককের, বাদও গেলেন দল থেকে

দ্য ওয়াল ব্যুরো: টোয়েন্টি ২০ বিশ্বকাপে (T20WorldCup) পরপর দুটি ম্যাচে হারলেন ক্রিস গেইলরা। ক্যারিবিয়ানরা গতবারের চ্যাম্পিয়ন দল, তাদের দেখে কেউ বলবে না। মঙ্গলবারও তারা হার মানল দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে আট উইকেটে।

দুবাইয়ে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলে ম্যাচ জিতে যায়।

তার মধ্যে একটি বিতর্কিত ঘটনাও ঘটেছে। প্রতি ম্যাচে বর্ণবিদ্বেষীর প্রতিবাদে সব ক্রিকেটাররা হাঁটু মুড়ে বসে তা দেখাচ্ছেন। কিন্তু এদিন সেটি করতে অস্বীকার করেন প্রোটিয়া বাহিনীর কুইন্টন ডি’কক। সেই জন্য তাঁকে দল থেকে বাদও দেওয়া হয়।

টস জিতে পোলার্ড বাহিনীকে প্রথমে ব্যাট করতে পাঠান বাভুমা। ক্যারিবিয়ান টপ অর্ডার শুরুটা ভাল করেছিল। ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন এভিন লুইস। তবে সিমনস, পুরান, গেইলরা সেভাবে হাল ধরতে পারেননি। দলকে আবার টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক পোলার্ড। প্রেটোরিয়াসের ডেলিভারিতে ২৬ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে তারপর প্রোটিয়া বোলারদের ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং।

প্রিটোরিয়াস তিনটি এবং কেশব মহারাজ জোড়া উইকেট তুলে নেন। স্কোরবোর্ডে ১৪৩ রান নিয়ে বল করতে নামেন পোলার্ডরা। তবে ম্যাচে বল গড়ানোর আগেই উসকে যায় বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫ রানেই গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান  ইনিংস। এ ম্যাচে তাও সম্মানজনক অবস্থায় পৌঁছায় স্কোর। কিন্তু তাতে শেষরক্ষা হল না। ক্যারিবিয়ানদের শেষ চারে পৌঁছনোর স্বপ্ন কার্যত ভেঙেই দিল ডুসেন ও মারক্রাম জুটি। ওপেন করতে নেমে ক্যাপ্টেন ব্যর্থ হলেও আরেক ওপেনার হেনড্রিক্স ৩৯ রান করে ভিত গড়ে দেন। বাকি কাজটা সারেন ডুসেন (৪৩) ও মারক্রাম (৫১)।

 

You might also like