শেষ আপডেট: 27th July 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এক মঞ্চে এবার সৌরভ ও সানা গঙ্গোপাধ্যায়। বাবা-মেয়ের যুগলবন্দি দেখবে কল্লোলিনী। আগামী ১৭ অগস্ট নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে প্রথমবার দেখা যাবে মহারাজ ও তাঁর মেয়েকে। এর আগে একটি বিজ্ঞাপনী কাজে তাঁদের দেখা গিয়েছিল, কিন্তু কোনও অনুষ্ঠানে বাবা-মেয়ের একসঙ্গে অনুষ্ঠানে থাকা, আগে দেখা যায়নি।
লন্ডনের তথ্যপ্রযুক্তি সংস্থা ইনোভার্ভের সঙ্গে যুক্ত সানা। তিনি ওই কোম্পানিতে উচ্চপদে কাজ করেন। গত জুলাই মাসে লডর্সের মাঠে ওই কোম্পানি একটি সেমিনার করেছিল। সেখানেও হাজির ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ সেদিনও লিডারশিপ শীর্ষক ভাষণে সকলের মন কেড়ে নিয়েছিলেন।
সেই কোম্পানির ভারতে সদর দফতর কলকাতায়, তাই আনুষ্ঠানিকভাবে সেদিন জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির আত্মপ্রকাশ হবে। সানার কোম্পানিতে মূল বক্তা সৌরভই। তিনি ভারতীয় দলকে এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ম্যাচ গড়াপেটার মতো রোগে যখন বিশ্ব ক্রিকেটে অস্থিরতা চলছে, সেইসময় সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে একঝলক টাটকা বাতাস এসেছিল। তিনি নতুন একটা টিম ইন্ডিয়া গড়েছিলেন, যে দলটি বিদেশের মাঠে ভারতকে জিততে শিখিয়েছিল।
সৌরভ অনুষ্ঠানে নিজের নেতৃত্বের কথা বলে কোম্পানির আধিকারিকদের উদীপ্ত করার চেষ্টা করবেন। থাকবেন সানাও। তিনিও নতুন করে বাবার কাছ থেকে নেতৃত্বের সহজপাঠ শিখবেন। ইনোভার্ভ সংস্থার সিইও পার্থ চক্রবর্তী জানিয়েছেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন দক্ষ নেতা আমাদের কোম্পানিকে দিশা দেখাবেন, এরচেয়ে ভাল কিছু হতেই পারে না। সেদিন আমরা সকলে তাঁর থেকে শিখব।’’
মহারাজ নিজেও মেয়ের এই কোম্পানির কাজে খুশি। তিনি সম্প্রতি বলেছেন, ‘‘সকালে ঘুম থেকে উঠেই সানাকে দেখি অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, এটা বেশ ভাল ব্যাপার। যে কোম্পানিতে যাওয়ার জন্য কর্মীদের এমন উৎসাহ থাকে, সেই সংস্থার মধ্যে ভাল কিছু রয়েছে। সানার এই অভ্যাসে আমি বেশ খুশি।’’