শেষ আপডেট: 13th February 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি যে কলকাতা নাইট রাইডার্স, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। ইতিমধ্যে এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি তিনবার আইপিএল খেতাব জিতেছে। দু'বার গৌতম গম্ভীরের (২০১২ এবং ২০১৪) অধিনায়কত্বে এবং একবার শ্রেয়স আইয়ারের (২০২৪) নেতৃত্বে। আপনারা অনেকেই জানেন যে আইপিএল টুর্নামেন্টের ঊষালগ্নে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।
কিন্তু, সৌরভের নেতৃত্বে আশানুরূপ সাফল্য পায়নি কেকেআর ব্রিগেড। প্রথম তিন বছর তো দলটা প্লে-অফের যোগ্যতাই অর্জন করতে পারেনি। এরপর প্রথমে সৌরভের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল। তারপর দল থেকেই বাদ দেওয়া হয়। বাঙালির আবেগের অপর নাম সৌরভ। তাঁকে দল থেকে বাদ দেওয়ার পর বাংলার ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশ আইপিএল বিমুখ হয়েছিল। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। কিন্তু, সৌরভকে দল থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটা কে গ্রহণ করেছিলেন? অবশেষে সেই নামটা সামনে এসেছে।
একটা সময় শোনা যাচ্ছিল, সৌরভের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্য়ান্স একেবারে পছন্দ হচ্ছিল না শাহরুখ খানের। এমনকী, তাঁদের মধ্যে সম্পর্কের চিড় ধরতেও শুরু করেছিল। তারপর অনেক বছর কেটে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে সৌরভ পুনে ওয়ারিয়র্সে যোগ দেন। কিন্তু, সৌরভের নেতৃত্বে পুনেও নজরকাড়া সাফল্য অর্জন করতে পারেনি। বলা ভাল, লিগ টেবিলের একেবারে অন্তিম স্থানে দাঁড়িয়ে তারা টুর্নামেন্ট শেষ করেছিল। শেষপর্যন্ত অবসর গ্রহণ করেন। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্সের তৎকালীন ডিরেক্টর জয় ভট্টাচার্য অনেক অজানা কথা শেয়ার করেছেন।
জয়ের কথায়, 'সৌরভের সঙ্গে শাহরুখই প্রথমে দুরত্ব বাড়াতে শুরু করেন। শাহরুখ আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিল, সৌরভকে যদি আমরা দলে রাখতে চাই, তাহলে রেখে দিতে পারি। আর দলে রাখতে না চাইলে, সেটা একান্তই আমাদের সিদ্ধান্ত। সেইসময় কলকাতা নাইট রাইডার্স দলের কোচ ছিলেন ডাভ হোয়াটমোর। শেষপর্যন্ত আমরা সবাই মিলে সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।' তবে জয় ভট্টাচার্য আরও যোগ করেন, সৌরভকে দল থেকে বাদ দিতেই শাহরুখ খানের সঙ্গে তাঁরও সম্পর্কের তিক্ততা বাড়তে শুরু করেছিল। অবশেষে তিনিও কেকেআর শিবির ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।