শেষ আপডেট: 5th February 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে ২০২৫ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরে এই সম্মেলনের উদ্বোধন করা হয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক তারকা ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তবে আলাদা করে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এই রাজ্যের ক্রীড়াক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগের আবেদন করেছেন।
সৌরভ বললেন, 'এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যের ব্যবসায়িক পরিমণ্ডলকে আন্তর্জাতিক দরবারে নিয়ে গিয়েছে। এই রাজ্যে যাতে আরও বেশি করে বিনিয়োগ আসে, সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ১০০ শতাংশ চেষ্টা করছেন। আমিও এই রাজ্যে একটা ক্ষুদ্র বিনিয়োগ করেছি। আর এই বিনিয়োগ করার ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রত্যেক আধিকারিকদের সম্পূর্ণ সাহায্য় পেয়েছি। এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা এই রাজ্যের ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ করুন। শুধুমাত্র ক্রিকেট নয়, এই বাংলা ফুটবলেরও ভক্ত। তাই ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ করুন।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইস্পাত কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকার ১ টাকায় জমি লিজ দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে বাজেয়াপ্ত করা প্রয়াগের ফিল্ম সিটির জমি কীভাবে সৌরভকে ১ টাকায় লিজ দেওয়া হল? এরপর কলকাতা হাইকোর্টে সেই জমি নিয়ে মামলা হয়। গত ৯ জানুয়ারি ছিল সেই মামলারই শুনানি। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্টই জানিয়ে দেয়, রাজ্যের সঙ্গে প্রয়াগের কী চুক্তি হয়েছে তাতে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ করবে না।
উল্লেখ্য, ২০২৫ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলায় শিল্পের অনুকুল পরিবেশের বার্তা দেওয়া হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার (৫-৬ ফেব্রুয়ারি) এই সম্মেলন আয়োজন করা হবে। বুধবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট বসেছে। মঞ্চে উপস্থিত রয়েছেন দেশের তাবড় তাবড় শিল্পপতিরা। একের পর এক বিনিয়োগের প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে।। রাজ্যের বাণিজ্য অনুকূল পরিস্থিতি গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেকারণে প্রায় সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন, প্রশংসা করছেন।