শেষ আপডেট: 19th July 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ময়দানে অভাবনীয় ঘটনা। এবার একই বছরে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমমূল্যের সম্মান দিতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আর এখানেই ঘটনার আসল ট্যুইস্ট।
২৯ জুলাই মোহনবাগান দিবসে প্রাক্তন ভারত অধিনায়ককে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে। তার ঠিক ঠিক তিনদিন বাদেই ইস্টবেঙ্গল ক্লাব ১ অগাস্ট ইস্টবেঙ্গল গৌরব স্বীকৃতিতে ভূষিত করবে মহারাজকে।
এই নিয়ে ময়দানের একটা অংশ ক্ষুব্ধ। তাঁরা বলছেন, সৌরভ ছাড়া বাংলায় কেউ আর মহান ক্রীড়াবিদ নেই যে দুই ক্লাবকে একসঙ্গে ওই সর্বোচ্চ সম্মান তুলে দিতে হবে। এই বিষয়ে ইস্টবেঙ্গল বেশি আক্রমণাত্মক। তাদের অন্যতম নামী কর্তা দেবব্রত (নিতু) সরকার বলেছেন, ‘‘আমাদের তো অবাক লাগছে আমরা যে সৌরভকে সম্মান দেব, সেটি মোহনবাগানকে কে বলে দিল? আমাদের তো মনে হয়, সৌরভই এই বিষয়ে মোহনবাগানকে জানিয়ে দিয়েছে। কারণ আমরা গত ২৩ জুন সৌরভকে ফোন করে এবং চিঠি দিয়ে জানিয়েছিলাম আমরা তাঁকে ইস্টবেঙ্গল গৌরব সম্মান দিতে চাই। মহারাজ রাজিও হয়েছে। তার হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা মিডিয়াকে দিয়েছি। তারপরে মোহনবাগান প্রস্তাব দিতে ও কেন রাজি হল, আমরা ঠিক বুঝতে পারলাম না!’’
লাল হলুদের ওই কর্তার দাবি, ‘‘সৌরভ আমাদের প্রস্তাবে রাজি হওয়ার পরে কী করে মোহনবাগানের প্রস্তাবে সায় দিলেন, সেটাই অবাক লাগছে। ও তো পরেরবছরও নিতে পারতেন।’’ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আবার এই অভিযোগ শুনে সৌরভকে সমর্থন করে জানিয়েছেন, ‘‘সৌরভ কার কী সম্মান নেবে, সেটি অন্য কাউকে বলতে যাবে কেন? আর সৌরভ বাংলার ও বাঙালির গর্ব। তাঁকে নিয়ে হইচই ও মাতামাতি হবে না, কাকে নিয়ে হবে? এটার মধ্যে কোনও অসম্মানের বিষয়ই আসে না।’’
সবুজ মেরুন সমর্থকদের একাংশও এই ঘটনায় বিরক্ত। তাঁরা বলছেন, মোহনবাগানের হয়ে সৌরভ যত না বেশি ক্রিকেট খেলেছেন, তারচেয়ে বেশি সফল ছিলেন অরুণ লাল। তাঁকে কেন একই সম্মান দেওয়া হবে না? আবার অনেকের মতে, ব্যারেটোর মতো প্রাক্তন ছিলেন, মানস-বিদেশরা রয়েছেন, তারপরেও সৌরভকে আচমকা মোহনবাগান রত্ন দিয়ে ওই সম্মানের ভারসাম্যকে নষ্ট করে দেওয়া হচ্ছে।
সৌরভ আপাতত লন্ডনে রয়েছেন মেয়ে সানার কাছে। তিনি চলতি মাসের শেষে কলকাতায় আসবেন। তিনি এরমধ্যে একবার কলকাতায় এসেছিলেন সিএবি ফ্রাঞ্চাইজি লিগের সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার দিতে। তারপর ফের বিদেশে চলে গিয়েছেন।