Latest News

Sourav Sunil: সৌরভের সুনীল-বিভ্রাট! ভারত অধিনায়কের প্রশংসা করতে ‘নেপালের সুনীল’কে ট্যাগ মহারাজের

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল সাইটে নানা ধরনের বিভ্রাট হয়ে থাকে। মঙ্গলবার এরকমই এক বিভ্রাটে জড়িয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Sunil)।

এদিনই ভারতীয় দল মাঠে নামার আগেই এশিয়ান কাপ (Asian Cup) ফুটবলের মূলপর্বে স্থান করে নিয়েছেন সুনীল ছেত্রীরা। কারণ সকালে ফিলিপিন্স হার মেনেছে, তাই ভারতের সুবিধে হয়েছে। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগেই ভারত মূলপর্বে চলে যেতে পেরেছে।

সেমিফাইনালে প্রথমদিনই চাপে বাংলা, শেষবেলায় মনোজদের লড়াইয়ে রাখলেন আকাশদীপ

ভারতীয় ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে, বিশেষ করে সুনীলের প্রশংসা করে গিয়ে বিপত্তি ডাকলেন সৌরভ। তিনি এদিন বিকেলে একটি টুইটে ভারতীয় দলের প্রশংসা করতে গিয়ে সুনীল ছেত্রীকে ট্যাগ করেছেন। সেই সুনীল অবশ্য ভারত অধিনায়ক নন, তিনি নেপালের এক সাধারণ বাসিন্দা। ছেত্রী সুনীল ১১ নামে ট্যাগ করেছেন ওই ব্যক্তিকে।

সৌরভের সেই টুইট

সৌরভের টুইটের পরেই সেই ব্যক্তি পালটা টুইট করে রিপ্লাই লিখেছেন, সৌরভ আমি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী নই, আমি নেপালের এক ব্যক্তি।

সৌরভের এই টুইটের পরে অনেকেই লিখেছেন, দাদা, আপনি দেখে ট্যাগ করবেন তো! ওই টুইটে মহারাজ লিখেছিলেন, ‘‘দারুণ এক প্রচেষ্টার মূল্য গেল ভারতীয় দল, তারা এশিয়ান কাপ ফুটবলের মূলপর্বে স্থান করে নিল। অধিনায়ক সুনীল ছেত্রীর অধিনায়কত্বে ভারতীয় দল ফুটবলের মক্কায় এক দারুণ সাফল্য তুলে নিয়েছে। সমর্থকরাও খুব ভাল সমর্থন করেছে।’’

You might also like