শেষ আপডেট: 8th March 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় একটা বড়সড় মন্তব্য করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ফাইনালে যে টিম ইন্ডিয়া ভাল খেলতে পারবে, তাহলে রবিবার রোহিত শর্মার দলই খেতাব জয় করবে।
২০২৫ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার উপর পূর্ণ আস্থা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, যদি টিম ইন্ডিয়া এই ম্যাচে ভাল পারফরম্যান্স করতে পারে, তাহলে নিশ্চিতভাবে রবিবাসরীয় ম্যাচে জয়লাভ করতে পারবে। পাশাপাশি সৌরভ পরামর্শ দিয়েছেন, ভারতীয় ক্রিকেটাররা যেন এই ম্যাচের উপর থেকে নিজেদের ফোকাস কখনই না সরতে দেন। এই দলের মধ্যে যথেষ্ট শক্তি রয়েছে। আর সেই শক্তির উপরই বিশ্বাস রাখতে বলেছেন তিনি। সৌরভ জানালেন, ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস এবং ধৈর্য্য জয়ের পথ মসৃণ করতে পারে।
ইতিপূর্বে, ২০০০ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারত এবং নিউজিল্য়ান্ড খেলতে নেমেছিল। সেই ম্যাচে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ২৫ বছর আগেকার সেই হারের বদলা এবার নিতে চাইবে রোহিত শর্মার দল। এরপর পাশাপাশি ২০১৯ সালে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে এবং ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া কিন্তু নিউজিল্যান্ডকে পরাস্ত করেছিল। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল আরও একবার তাদের হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে চাইবে।
ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।
নিউজিল্যান্ড: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লেথাম. গ্লেন ফিলিপস,মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও'রুরকে, নাথান স্মিথ, মার্ক চ্যাপম্যান এবং জ্যাকব ডাফি।