শেষ আপডেট: 17th October 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হওয়ার স্বপ্ন দেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে রিকি পন্টিংয়ের পর ডিরেক্টর অফ ক্রিকেটের পদ থেকেও সরানো হল তাঁকে। ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির যাবতীয় দলের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সৌরভ। জানা যাচ্ছে তিনি এবার মহিলাদের প্রিমিয়ার লিগে কাজ করবেন। বদলে ছেলেদের দলের দায়িত্বে আসবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেনুগোপাল রাও।
২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে ভারতের হয়ে ১৬টি এক দিনের ম্যাচ খেলেছেন বেণুগোপাল। ২০১৯ সালে দিল্লির মেন্টর ছিলেন সৌরভ। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন তিনি। তারপর সেই মেয়াদ শেষ হতেই ২০২৩ সালে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট হয়েছিলেন সৌরভ।
দিল্লির নতুন কোচ হিসাবে হেমঙ্গ বাদানির নাম ঘোষণা সময়ের অপেক্ষা। আগে থেকেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বাদানি-বেণুর যোগাযোগ রয়েছে। দু’জনের উপরই ভরসা রাখছে দল। তাঁরাই নাকি বাকি সাপোর্ট স্টাফ বেছে নেবেন।
জানা যাচ্ছে, দিল্লির ফ্র্যাঞ্চাইজি এবার নিলাম থেকে নতুন করে দলকে তৈরি করতে চায়। এই কাজটা আগেই শুরু করে দিয়েছে। শুধু প্লেয়ার বদলে নয়, থিঙ্কট্যাঙ্কেও বদল আনতে চায় তারা। তাই রিকি পন্টিংকে সরানোর পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব ছেঁটে ফেলা হল।
প্রসঙ্গত, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকবেন কি না সেটা নিয়ে আলোচনা চলছে। ঋষভের 'ওয়ান লাইনার' টুইট ঘুম উড়িয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের। এই আবহে সৌরভকে সরানো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল।