শেষ আপডেট: 21st February 2025 20:22
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার মহম্মদ সামির (Mohammed Shami) ভরপুর প্রশংসা করলেন। তিনি জানিয়ে দিলেন, পারফরম্যান্সের দিক থেকে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) থেকে খুব বেশি পিছনে নেই মহম্মদ সামি। উল্লেখ্য, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে মহম্মদ সামি ৫ উইকেট শিকার করেছেন। ইতিমধ্যে ভারতীয় বোলারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট শিকারের নজিরও কায়েম করেছেন তিনি।
বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে 'ভুরা'-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে এসেছিলেন সৌরভ। তিনি বললেন, 'সামিকে বুমরাহের প্রয়োজন, আর বুমরাহকে সামির। এই টুর্নামেন্টে ফিট না হওয়ার কারণে বুমরাহ খেলতে পারছেন না। তাঁর বদলে খেলছেন সামি। বাংলাদেশের বিরুদ্ধে ও যে পাঁচ উইকেট শিকার করেছে, তা নিয়ে আমি একেবারেই বিস্মিত নই।' সৌরভের আশা, গোটা টুর্নামেন্ট জুড়েই সামি তাঁর ফিটনেস বজায় রাখতে পারবে। বুমরাহের মতো সামিও টিম ইন্ডিয়ার পেস বোলিংকে নেতৃত্ব দেবে।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বললেন, 'গোটা টুর্নামেন্টে মহম্মদ সামি টিম ইন্ডিয়ার পেস বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেবেন। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সর্বশ্রেষ্ঠ বোলার হলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু, সামিও বুমরাহের থেকে খুব বেশি পিছিয়ে নেই। আমার আশা, গোটা টুর্নামেন্টে ও নিজের ফিটনেস বজায় রাখতে পারবে। আর বুমরাহের অনুপস্থিতিতে সামিই দায়িত্ব সামলাতে পারবে।'
ভারত যথেষ্ট শক্তিশালী দল পাকিস্তান হারাতে পারবে না ভারতকে#SouravGanguly #Pakistan #India #SportsNews #TheWallNews pic.twitter.com/7rz7IRllG1
— The Wall (@TheWallTweets) February 21, 2025
প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই চোট পেয়েছেন জসপ্রীত বুমরাহ। সেকারণে এই টুর্নামেন্টে তিনি খেলতে পারেননি। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ সামি ছাড়া ভারতের অন্য় কোনও বোলারের আর তেমন অভিজ্ঞতা নেই। এই পরিস্থিতিতে বাংলার এই পেস ব্যাটারিকে অনেকটা বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে। সমর্থকদের আশা, আগামী ম্যাচে তিনি আরও ভাল বল করবেন।
টিম ইন্ডিয়া আগামী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটা টিম ইন্ডিয়া জিততে পারলেই সেমিফাইনালে নিজেদের জায়গা কনফার্ম করে ফেলবে।