মোহনবাগান রত্ন প্রদান করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে, পাশে মোহনবাগান সচিব ও ক্রীড়ামন্ত্রী।
শেষ আপডেট: 29th July 2024 21:46
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান রত্ন নিয়ে উচ্ছ্বাসে ভেসে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক লন্ডন থেকে ফিরে মোহনবাগানের ঐতিহাসিক দিনে স্বীকৃতি নিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহারাজ বলেছেন, ‘‘আমার তো দৃঢ় বিশ্বাস, ভারতও একদিন বিশ্বকাপ খেলবে। স্পেনের ১৬ বছরের ছেলে লামিনে ইয়ামল যদি এই বয়সে ইউরো কাপ খেলতে পারে, তা হলে ভারতও বিশ্বকাপ খেলবে।’’
সৌরভ যখন এই কথাগুলি বলছেন, সেইসময় ক্লাবের মহাপ্রাক্তনরা বসে শুনছিলেন। তাঁরাও আবেগে করতালি দিয়ে সৌরভকে অভিনন্দিত করেন। কিভাবে সৌরভকে দলবদলের বাজারে মোহনবাগানে সই করিয়েছিলেন, সেই স্মৃতি তুলে ধরেছেন সভাপতি টুটু বসু। তিনি জানান, ‘‘সৌরভের বাবা চাননি ছেলে মোহনবাগানে খেলুন, কিন্তু আমি মহারাজকে লুকিয়ে রেখেছিলাম অরুণ লালের বাড়িতে। আমাকে দেখতে পেয়ে চণ্ডী গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তোমাকে তো পুলিশে দিতে হবে। তুমি আমার ছেলেকে কিডন্যাপ করেছ! তা আমি বলেছিলাম, তুমি একবার সৌরভের মা-কে জিজ্ঞাসা করো তো। আমি ওঁর মায়ের কথা মেনেই ছেলেকে আমাদের ক্লাবে সই করিয়েছি। মায়ের আশীর্বাদ নিয়েই মোহনবাগানে খেলতে এসেছে তোমার ছেলে।’’
সৌরভ এই বিশেষ দিনে বলেছেন, ‘‘সবাই মোহনবাগানকে ১৯১১ সালের ওই শিল্ড জয় দিয়ে মনে রাখতে চায়। আমি মনে করি দলের সেরা রত্ন ফুটবলারদের জন্যই মোহনবাগানের এমন নাম। সারা বিশ্ব মোহনবাগান ক্লাবকে জানে। এই ক্লাবে খেলার গর্ব আলাদা।’’
এবারের সেরা ফুটবলারের সম্মান পান দিমিত্রি পেত্রাতোস। তিনি ছিলেন না কলকাতায় আসতে পারেননি বলে। সেরা ফরোয়ার্ডের সম্মান দেওয়া হয় মনবীর সিংকে। সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট। সেরা সাপোর্টার বাপি মাজি ও অজয় পাসওয়ান। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হন প্রয়াত প্রাক্তন সবুজ-মেরুন অধিনায়ক বিমল মুখোপাধ্যায়।
এদিকে, এদিন সকালে মোহনবাগান দিবস উপলক্ষ্যে ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর উদ্যোগে পদযাত্রা হয়েছে হাওড়া থেকে। সেটি মাঠে এসে হাজির হয়। ছিলেন বহু সদস্য ও প্রাক্তন ফুটবলাররাও। দেখা গিয়েছে সঞ্জয় (বাপ্পা) ঘোষকেও।