শেষ আপডেট: 18th February 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দল একেবারে প্রস্তুত। আগামী ১৯ নভেম্বর থেকে করাচিতে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তবে ভারতীয় ক্রিকেট দল আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে। বাংলাদেশ ম্যাচের পর টিম ইন্ডিয়াকে পাকিস্তানের বিরুদ্ধে মহাসংগ্রামে নামতে হবে। এই ম্যাচটি আয়োজন করা হবে ২৩ ফেব্রুয়ারি। এরপর আগামী ২ মার্চ টিম ইন্ডিয়াকে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে কঠিন চ্য়ালেঞ্জের মুখে পড়তে হবে।
গ্রুপ পর্যায়ে টিম ইন্ডিয়া যদি এই তিনটে ম্যাচ জিততে পারে, তাহলে বিনা বাধায় তারা সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলে একাধিক রথী-মহারথী রয়েছে। কিন্তু, দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার উপর দায়িত্বটা একটু বেশিই থাকবে। ব্যাট এবং বলে টিম ইন্ডিয়ার 'সব্যসাচী' হার্দিক পান্ডিয়া। সেকারণে তাঁর থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রত্যাশাও অনেকটা বেশি থাকবে। ইতিমধ্যে হার্দিক পান্ডিয়া একটি মহারেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন।
আসন্ন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভাঙতে পারে। এই নজির কায়েম করতে হলে, তাঁকে আর আটটা ছক্কা হাঁকাতে হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড সৌরভের ঝুলিতেই রয়েছে। এই টুর্নামেন্টে সৌরভ মোট ১৭ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, হার্দিক এখনও পর্যন্ত ১০ ওভার বাউন্ডারি মেরেছেন। মহারাজের এই রেকর্ড ভাঙতে হলে কুংফু পান্ডিয়াকে আর ৮ বার আকাশপথে বলটা মাঠের বাইরে পাঠাতে হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায় - ১৭
ক্রিস গেইল - ১৫
ইয়ন মরগ্যান - ১৪
শেন ওয়াটসন - ১২
পল কলিংউড - ১১
হার্দিক পান্ডিয়া - ১০
২০ ফেব্রুয়ারি - বনাম বাংলাদেশ
২৩ ফেব্রুয়ারি - বনাম পাকিস্তান
২ মার্চ - বনাম নিউজিল্যান্ড
টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
পরিবর্ত ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। তবে যদি না দরকার পড়ে, তাহলে এই তিন ক্রিকেটার দুবাই যাবেন না।