শেষ আপডেট: 4th February 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নামটার সঙ্গে আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক হিসেবে তিনি একাধিক কৃতিত্ব কায়েম করেছেন। টেস্ট ক্রিকেটে ডেবিউ থেকে বিসিসিআই সভাপতি পর্যন্ত তাঁর যাত্রাপথ একাধিক রোমাঞ্চকর গল্পে ঠাসা। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে সৌরভের সাহসী সিদ্ধান্ত বিপক্ষ দলের সামনে চোখে চোখ রেখে লড়াই করেছে। ১৯৯৬ সালে টেস্ট ডেবিউয়ের পরই গোটা ক্রিকেট বিশ্ব আন্দাজ করেছিল যে বাঁ-হাতি একজন ভারতীয় ব্যাটার রাজত্ব করতে মাঠে নেমেছেন। সম্প্রতি তাঁর জীবনের একটি অজানা গল্প সামনে এসেছে। একবার নাকি ইংল্য়ান্ডে খেলতে গিয়ে তিনি ভুতের খপ্পরে পড়েছিলেন। কী হয়েছিল ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে যত চড়াই-উতরাই রয়েছে, তার থেকেও বেশি রয়েছে একাধিক রোমাঞ্চকর গল্প। ইংল্যান্ড যে সৌরভের অন্যতম পছন্দের একটা জায়গা, সেটা আর আলাদা করে কাউকে বলার দরকার নেই। তবে ২০০২ সালে যখন তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, সেইসময় এমন একটি ঘটনার সাক্ষী তিনি হয়েছিলেন যা আজও ভুলতে পারেননি।
সেইসময় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন সৌরভ। টিম ইন্ডিয়াকে ডারহ্যামের লুমলি ক্যাসল হোটেলে রাখা হয়েছিল। ওই হোটেলে ভারতীয় ক্রিকেট অধিনায়কের জন্য দেওয়া হয়েছিল আলাদা একটা ঘর। সেদিন রাতে খাওয়া-দাওয়ার পর একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছিলেন সৌরভ। রাত বাড়তেই আচমকা তাঁর ঘুমটা ভেঙে যায়। স্পষ্ট শুনতে পান যে বাথরুমের কল থেকে ঝরঝর করে জল পড়ছে। প্রথমে সৌরভের মনে হয়েছিল, তিনিই বোধহয় ভুল করে কলটা খুলে রেখেছিলেন। বিছানা থেকে নেমে কলটা বন্ধ করে দেন তিনি।
কল বন্ধ করার পর নিশ্চিন্তে আবারও বিছানায় ফিরে আসেন তিনি। কিছুক্ষণ পর আবারও একই ঘটনা। আবারও কল বন্ধ করে দেন তিনি। তবে তৃতীয়বার যখন ফের জলের শব্দ শুনতে পান, তখন বেশ ঘাবড়ে যান সৌরভ। তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। পাশেই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার রবিন সিংয়ের ঘর। সেখানে ঢুকে যান মহারাজ। গোটা ঘটনার কথা রবিন সিংকে খুলে বলেন তিনি। সঙ্গে এও জানান যে বাকি রাতটা এই ঘরেই কাটাতে চান। শেষপর্যন্ত সৌরভকে ওই রাতটা মাটিতে শুয়েই কাটাতে হয়েছিল।
পরের দিন সকালবেলা। সৌরভ হোটেলের রিসেপশনে এসে রাতের ঘটনার কথা খুলে বলেন। রিসেপশনিস্ট তো শুনে অবাক! তিনি উলটে প্রশ্ন করেন, 'ওই ঘরটা কে আপনাকে দিল? ওটা তো সবসময় বন্ধ করেই রাখা হয়। ওই ঘরে ভূত রয়েছে।' অবশেষে গোটা ব্যাপারটা স্পষ্ট হয়। প্রাক্তন ক্রিকেটার ইয়ান বোথাম তাঁর অটোবায়োগ্রাফি Beefy’s Cricket Tales-এও গোটা ঘটনার কথা উল্লেখ করেছেন।