শেষ আপডেট: 23rd February 2024 17:38
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান ও সৌরভ গঙ্গোপাধ্যায়, দু’জনের মধ্যে অম্লমধুর সম্পর্ক। সৌরভ প্রেমীদের অনেকেই মনে করেন, কেকেআরের অধিনায়ক পদ থেকে সরানোর পিছনে শাহরুখ খান ছিলেন। তাঁর অঙ্গুলিহেলনেই মহারাজকে সরানো হয়।
সৌরভও নিজে বিভিন্ন আলাপচারিতায় বলেছেন, দলগঠনের বিষয়ে শাহরুখ নানাভাবে নাক গলাতেন। এই ক্রিকেটারকে খেলাও, ওকে খেলাও।
কিং খান ও মহারাজের মধ্যে বহুদিন বাদে দেখা হল মহিলাদের আইপিএলের উদ্বোধনী মঞ্চে। সেইসময় দিল্লি দলের প্রস্তুতি চলছিল। শিবিরে মধ্যমণি ছিলেন দলের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। শাহরুখ দেখতে এসেছিলেন উদ্বোধনী মঞ্চের মহড়া। সেইসময় সৌরভকে দেখতে পেয়ে এগিয়ে আসেন বাজিগর।
প্রাক্তন অধিনায়ককে দেখে কিং খান এসে জড়িয়ে ধরেন। মহারাজও কিছু একটা বলেন। গতবার মুম্বইতে হয়েছিল মহিলাদের আইপিএল। এবার বেঙ্গালুরু ও দিল্লিতে হবে মহিলাদের আইপিএলের ম্যাচ।
শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ও দিল্লি। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শাহরুখ, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা ও কার্তিক আরিয়ানরা।