ভিনেশ ফোগত এবং নেনাদ লালোভিচ।
শেষ আপডেট: 11th August 2024 11:31
দ্য ওয়াল ব্যুরো: নিয়ম মানে নিয়মই। তার ঊর্ধ্বে কিছু নেই। সেই নিয়ম সকলের জন্যই সমান। কারও জন্যই নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়। এমনটাই জানিয়ে দিলেন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডব্লিউডব্লিউ) সভাপতি নেনাদ লালোভিচ। অলিম্পিক্সের ফাইনাল থেকে বাতিল হয়ে গেছেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ৫০ কেজির ক্যাটেগরিতে খেলতে পারেননি তিনি। সেই নিয়ে দুঃখপ্রকাশ করেছেন ইউডব্লিউডব্লিউ-র সভাপতি, একই সঙ্গে জানিয়েছেন, নিয়মের কাছে সকলেরই হাত-পা বাঁধা।
সেমিফাইনালে বিশ্বসেরা খেলোয়াড়কে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফায়েড হয়েছিলেন ভারতের ভিনেশ। বুধবার রাতে ফাইনালে নামার কথা ছিল তাঁর। কিন্তু সকালে ওজন মাপার সময়ে ৫০ কেজি বিভাগে খেলার জন্য যে ওজন থাকার কথা, অর্থাৎ ৫০ কেজি, তার থেকে ১০০ গ্রাম বেশি ছিল তাঁর ওজন। এই কারণে বাদ পড়েন তিনি। বাতিল হয়ে যায় তাঁর সেমিফাইনালে জেতা রুপোও।
এর পরেই সেই রুপোর পদকের দাবিতে প্যারিসের আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দারস্থ হয়েছিলেন ভিনেশ। তিনি কি রুপো পাবেন, লাখ টাকার প্রশ্নটা ঘোরাফেরা করছিল, তবে শনিবার এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। আজ, রবিবার অর্থাৎ ১১ অগস্ট এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। তবে তা প্রকাশ্যে আনা হতে পারে ১৩ অগস্ট।
তবে তার আগেই বিশ্ব কুস্তির সভাপতি নেনাদ লালোভিচ জানালেন তাঁর মতামত। ভিনেশের রুপো পাওয়া কোনওভাবে সম্ভব হবে না বলেই জানান তিনি। তিনি বলেছেন, 'যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। ভিনেশের জন্য আমিও দুঃখিত। কিন্তু দেশ যত বড়ই হোক, অ্যাথলিট কেবল অ্যাথলিটই। সবার সামনেই ওজন মাপা হয়েছে, সবটাই পরিষ্কার। অন্য খেলোয়াড়েরাও ছিলেন। সবার সামনে যিনি ওজনের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, তাঁকে কী করে অনুমতি দেওয়া যায়? নিয়ম মানা ছাড়া আমাদের কোনও উপায় নেই।'
তিনি আরও বলেন, 'নিয়ম বানানোই হয়েছে অ্যাথলিটদের কথা ভেবে, তাঁদের সুস্বাস্থ্যের কথা ভেবে। কমপিটিশনে নামতে হলে, অ্যাথলিটরা নিয়ম মানতে বাধ্য। নিয়ন অনুযায়ী কোনও ক্ষেত্রে সামান্য ভাবনাচিন্তা করা যেতে পারে, কিন্তু নিয়ম বদল করা যায় না। মেডিক্যাল কমিশন কোনও বদল মেনে নেবে না। তাই নিয়ম মেনেই প্রতিযোগিতা চলবে। ভিনেশের ওজন ওর ক্যাটেগরিতেই আর থাকছে না। তাই কোনও পদক দেওয়ারই কোনও সুযোগ নেই।'
প্রসঙ্গত, ভিনেশ যে রুপো পেতে পারেন, সেই বিষয়ে জোরের সঙ্গে জানিয়েছিলেন ভারতের দুই আইনজীবী হরিশ সালভে ও বিদুস্পত সিঙ্ঘানিয়া। তাঁরা আন্তর্জাতিক আদালতের কাছে প্রশ্ন তুলেছিলেন, কেন ভিনেশকে রুপো দেওয়া হবে না? তাঁরা সমস্বরে জানিয়েছেন, ভিনেশ সারা টুর্নামেন্টে যোগ্যতার সঙ্গে এগিয়েছেন। তিনি কোনও ছলচাতুরির আশ্রয় নেননি। তাঁর বিষয়টি বিবেচনা করা উচিত।
ভারতের বিশিষ্ট দুই আইনজীবীর কথা মন দিয়ে শুনেছিলেন আন্তর্জাতিক আদালতের বিচারক অ্যানাবেল বেনেট। তিনিও বিষয়টি মন দিয়ে শুনেছেন। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ বলেছিলেন, ভিনেশের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক সন্দেহ নেই। ভিনেশ যথেষ্ট যোগ্য, কিন্তু নিয়মের বাইরে তো কেউ নন। কারণ অলিম্পিক্সের মতো মেগা আসরে নিয়মের তারতম্য করা যায় না। আর তাছাড়া এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে এক সেকেন্ডের একশো ভাগের হিসেব নির্ধারণ করে সোনা দেওয়া হয়েছে, সেখানে অন্য নিয়ম চলে কী করে!
প্রসঙ্গত, ভিনেশ সাধারণত ৫৩ কেজির ক্যাটেগরিতে খেলেন। এইবার অলিম্পিক্সে ৫৩ কেজির ক্যাটেগরিতে ভারত থেকে এসেছেন অন্তিম পাঙ্গাল, তাই ভিনেশকে দেওয়া হয় ৫০ কেজির ক্যাটেগরি। মাত্র এক মাসের নোটিসে অতিরিক্ত ৩ কেজি ওজন কমিয়ে খেলতে নামতে বাধ্য হন তিনি। সেভাবেই একের পর এক ম্যাচ জিতে পৌঁছন ফাইনালে। তবে শেষরক্ষা হল না।