শেষ আপডেট: 5th March 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো: হেরে গিয়েও বীরধর্ম বজায় রাখলেন স্টিভ স্মিথ (Steve Smith)। কোনও চক্রান্তের তত্ত্ব, অবৈধ অ্যাডভান্টেজের অভিযোগের অন্ধগলিতে না হেঁটে অস্ট্রেলীয় অধিনায়ক সাফ স্বীকার করে নিলেন ভারত (India) জিতেছে নিজের দমে। যোগ্য দল হিসেবেই চাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে উঠেছেন রোহিতরা।
টুর্নামেন্ট শুরুর আগে যে ইস্যু নিয়ে ফিসফাস পর্যন্ত ছিল না, প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে হারাতেই আচমকা যেন মাটি ফুঁড়েই বেরিয়ে আসে দুবাই-ফ্যাক্টরের অভিযোগ। বিদ্ধ হয় টিম ইন্ডিয়া। ধুয়ো তোলে ব্রিটিশ মিডিয়া। সঙ্গত দেন নাসের হুসেন, মাইকেল আথারটনের মতো ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের বড় অংশ। তাতে গা ভাসান খোদ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। চোটের জন্য তিনি বাড়িতে বসে। তবু ইনিয়েবিনিয়ে বলতে থাকেন, ভারত যেহেতু দুবাইয়ের একটি মাঠেই তাদের সমস্ত ম্যাচ খেলছে ও খেলবে, বাকিদের মতো পাকিস্তানের একাধিক শহরে ঘুরে ঘুরে খেলতে হচ্ছে না তাদের, তাই গোড়া থেকেই বাড়তি সুবিধা পেয়েছেন বিরাটরা। যেটা ‘অবৈধ’ ও ‘অনৈতিক’।
এমন কোনও প্রেস কনফারেন্স এখনও পর্যন্ত হয়নি, যেখানে সাংবাদিকরা অধিনায়ক রোহিতের সামনে এই প্রশ্নটি উত্থাপন করেননি। গতকালও কোচ গৌতম গম্ভীরকে অভিযোগের মুখোমুখি হতে হয়। একই প্রশ্ন রাখা হয় বিজিত অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথের সামনেও। যিনি সমস্ত অনৈতিকতার অভিযোগকে কার্যত বাউন্ডারির বাইরে পাঠিয়ে জোরগলায় বলে দেন, ভারতীয় দল যোগ্য টিম হিসেবেই ফাইনালে উঠেছে।
স্মিথ বলেন, ‘আমি এসব মানছি না। আর এটাই সত্যি। ভারত সত্যি এখানে ভাল ক্রিকেট খেলেছে। দুবাইয়ের পিচ ভারতীয় স্পিনার ও সিমারদের সাহায্য করেছে। তারা আমাদের পরাস্ত করেছে। ভারতই ফাইনালে ওঠার দাবিদার।‘
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই কি আখেরে ব্যুমেরাং হল? তিনশোর উপরে রান হলে টক্কর দেওয়া যেত। ২৬৪ কি সেখানে খুবই কম? স্কোরবোর্ডের রান যে যথেষ্ট ছিল না, সেটা গতকাল মেনে নেন অজি অধিনায়ক। যদিও প্রথমে ব্যাট করাকে কাঠগড়ায় তুলতে নারাজ তিনি। স্মিথ বলেন, ‘আমরা ৩০০-র উপরে রান তোলার যথেষ্ট সুযোগ পেয়েছিলাম। কিন্তু ইনিংসের বিভিন্ন পর্যায়ে নিয়মিত উইকেট খোয়াতে থাকি। যদি পার্টনারশিপগুলো আরও বেশিক্ষণ ধরে রাখা যেত, তাহলে ২৯০ থেকে ৩০০ রানে পোঁছতে পারতাম।‘
পাশাপাশি ফিল্ডিং ও ক্যাচ মিসকেও দুষেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। রোহিত শর্মার দুটো এবং ম্যাচের গুরুত্বপূর্ণ লগ্নে বিরাটের ক্যাচ মিস করেন ম্যাক্সওয়েলরা। স্মিথ বলেন, ‘যখন তুমি কম রানের টার্গেট খাড়া করে মাঠে নামছ তখন সুযোগ হাতছাড়া করা চলে না। তাতে চাপ বাড়তে থাকে। কিন্তু এটাই খেলা, এমনটা হয়েই থাকে। কেউ ইচ্ছে করে ক্যাচ ছাড়ে না। এটা ক্রিকেটের অঙ্গ।‘