
স্লোভেনিয়া থেকে প্রথম বিদেশী সই ইস্টবেঙ্গলে, নজর মদরিচদের দেশের ফুটবলারও
কোচ ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz) দায়িত্বে এসেই বলে দিয়েছেন, তাঁর মত ছাড়া যেন বিদেশী নিয়োগ না করা হয়। কারণ তিনি নিতে চাইছেন তরুণ ও ফিট বিদেশী। গতবার যা ছিল না, গত মরসুমে ফাউলার অযোগ্য ও ফুটবল জীবনের দ্বারপ্রান্তে চলে যাওয়া বিদেশীদের নিয়ে এসে দলকে ডুবিয়েছিলেন।
দেরভিসেভিচ স্লোভিনিয়া জাতীয় দলের হয়ে তিনবছর আগে তিনটি ম্যাচ খেলেছিলেন। তারপর দলে ডাক পাননি, তিনি আসছেন স্লোভেনিয়ার নামী ক্লাব মারিবর ক্লাবের থেকে, যে ক্লাবে তিনি টানা খেলছেন প্রায় আটবছর। ২৯ বছরের এই তারকা মিডফিল্ডে খেলার পাশে গোল করতেও সিদ্ধহস্ত।
সব ঠিকঠাক থাকলে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের জার্সি পরে এবারের আইএসএলে খেলতে দেখা যেতে পারে টমিস্লাভ মার্সেলোকে। তিনি লুকা মদরিচদের ক্রোয়েশিয়ার নামী তারকা। ক্রোয়েশিয়ান হলেও তাঁর অস্ট্রেলিয়ার পাসপোর্ট রয়েছে। রক্ষণের ফুটবলার তিনি। খেলেছেন ক্রোয়েশিয়ার একাধিক ক্লাবে।
🤝DONE DEAL🤝
🇸🇮 Slovenian playmaker 𝐀𝐦𝐢𝐫 𝐃𝐞𝐫𝐯𝐢š𝐞𝐯𝐢ć has decided to pull the strings in the middle of the park for 🆄🆂 this season.#Torchbearers, our FIRST foreign signing is in the house 😍 🔴🟡#AmirIsOurs #JoyEastBengal #WeAreSCEB #HerolSL pic.twitter.com/gLMFb6XF1S
— SC East Bengal (@sc_eastbengal) September 11, 2021
২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার ক্লাবে সই করেন টমিস্লাভ। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত তিনি খেলেন পার্থ গ্লোরিতে। ২০১৮-১৯ মরসুমে পার্থ গ্লোরি চ্যাম্পিয়ন হয়েছিল এ লিগে।
টমিস্লাভ ছাড়াও ইউরোপের আরও বেশকিছু নামী তারকার সঙ্গে কোচ কথা বলেছেন। স্লোভেনিয়া, নেদারল্যান্ডস ও নাইজেরিয়ার ফুটবলারও রয়েছেন নতুন স্পেনীয় কোচের পছন্দের তালিকায়।