পৃথ্বী শ ও শশাঙ্ক সিং
শেষ আপডেট: 18th March 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: এক সময় শচিন রমেশ তেন্ডুলকরের উত্তরসূরি মনে করা হত তাঁকে। ব্রায়ান লারার নান্দনিক স্টাইলের সঙ্গেও ব্যাটিং শৈলীর মিলও পেতেন কেউ কেউ। সেই ‘বিস্ময় কিশোর’ পৃথ্বী শ আজ আইপিএলে অবিক্রীত। ঘরোয়া দলে জায়গা পাচ্ছেন না। আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্র থেকে আপাতত বহু দূরে তিনি। বন্ধ হয়ে গিয়েছে জাতীয় দলের দরজাও।
এমনিতে ভারতীয় ক্রিকেটে ঝরে পড়া প্রতিভার কমতি নেই। মনোজ প্রভাকর থেকে বিনোদ কাম্বলি। দক্ষতার ঝলকানি দেখিয়ে অনেকেই অচিরে মুছে গিয়েছেন। পৃথ্বী শ তাঁদেরই একজন। এখনও কামব্যাকের রাস্তা ব্যর্থতার কানাগলিতে মিশে যায়নি। ফিরে আসার পথ আজও খোলা। আর এবার সেই প্রত্যাবর্তনের নিদান শোনালেন পাঞ্জাব কিংসের তারকা শশাঙ্ক সিং। পৃথ্বীর সঙ্গেই যিনি ঘরোয়া ক্রিকেটে জার্নি শুরু করেন।
ওপেনার হিসেবে কাদের আগামি দিনে সম্ভাবনাময় বলে মনে হয়? প্রশ্নের উত্তরে শশাঙ্ক তিন জনের কথা বলেন। প্রথম দুজন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। আর তিন নম্বর নাম ছিল পৃথ্বী শ। যিনি রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে মুম্বই টিমে জায়গা পাননি। খেলবেন অখ্যাত ডিওয়াই পাটিল টি২০ ২০২৫ টুর্নামেন্টে। ভারতের হয়ে মোটে পাঁচটি টেস্ট ও ছ’টি ওয়ান ডে খেলা ব্যাটসম্যান, যিনি ক্রমশ ময়দানি ক্রিকেটে বিস্মৃতির গহ্বরে তলিয়ে যাচ্ছেন, তাঁকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ?
জবাবে শশাঙ্ক বলেছেন, ‘পৃথ্বী ভীষণ রকমের উপেক্ষিত ক্রিকেটার। যদি ও গোড়ার গলদগুলো শুধরে নেয়, তাহলে সাফল্য পেতে পারে। ১৩ বছর বয়স থেকে আমি ওকে চিনি। মুম্বইয়ে ক্লাব ক্রিকেট খেলতাম দুজনে মিলে।‘
কোন কোন জিনিস পাল্টালে ফের শিখরে উঠতে পারেন তিনি? পৃথ্বীর একদা সতীর্থের নিদান, ‘হয়তো কাজের সময়ে বদল উন্নতি ঘটাতে পারে। রাতে এগারোটার বদলে দশটায় ঘুমোনো, খাওয়ার ধরন পালটানো যেতে পারে। আশা করব, ইতিমধ্যে রুটিনে রদবদল শুরু করেছে ও। আমার উপদেশ দেওয়ার কিছু নেই। পৃথ্বীর আশাপাশে এমন অনেকে রয়েছে যারা ওকে ভাল পরামর্শ দেয়।‘
এই কথাগুলি বলছেন যিনি, সেই শশাঙ্ক সিংকে আইপিএল নিলামে সাড়ে পাঁচ কোটি টাকায় দলে নিয়েছে পাঞ্জাব কিংস। আর যার নামে মন্তব্য করেছেন শশাঙ্ক, সেই পৃথ্বী শ ৭৫ লক্ষ টাকা ‘ন্যূনতম মূল্য’ (বেস প্রাইস) রাখার পরও ১০টি টিমের কেউই তাঁকে কেনার আগ্রহ পর্যন্ত দেখায়নি।