শেষ আপডেট: 9th April 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনিকে ‘গিরগিটি’র সঙ্গে তুলনা করলেন সিধু। গতকাল পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের লড়াইয়ে কমেন্ট্রি বক্সে বসেছিলেন অম্বাতি রায়ডু ও নভজ্যোত সিং সিধু। যেখানে দুজনেই কথা চালাচালির ফাঁকে আচমকা রসিকতার ছলে ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়েন।
উল্লেখ্য, দু’দিন আগেই সঞ্জয় বাঙ্গারের সঙ্গে রোহিত শর্মাকে কেন্দ্র করে বিবাদে লিপ্ত হন রায়ডু। তারপরই সিধুর সঙ্গে ঝামেলা। যেটা শুরু হয় রায়ডু্র একটি মন্তব্যের জেরে। কথায় কথায় তিনি বলে বসেন, ‘আগে একটি টিমকে সমর্থন করতেন। এখন দল বদলে ফেলেছেন। আপনি একজন গিরগিটি।‘ এই অভিযোগ, বলা বাহুল্য, সহজভাবে মেনে নিতে পারেননি সিধু। নাম না করে ধোনিকে ইঙ্গিত করেই বলে বসেন, ‘এই সংসারে যদি কেউ গিরগিটির মতো আচরণ করে থাকে, তাহলে সেটা তোমার আরাধ্যদেবতা।‘
Siddhu owned both rayadu and dhoni ???????????? pic.twitter.com/JLsf8iOOrZ
— Tezas (@Tezas_14) April 8, 2025
প্রসঙ্গত, অম্বাতি রায়ডু ধোনির অধীনে চেন্নাইয়ের হয়ে খেলেছেন। এরপর বিশ্লেষক হিসেবেও চেন্নাই ও ধোনিকে সমর্থন জুগিয়ে এসেছেন। তাই নিয়ে বিভিন্ন সময় বিতর্ক দানা বেঁধেছে। এর আগে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়েছিলেন রায়ডু। সেবার কেন্দ্রে অবশ্য ধোনি নন। ছিলেন রোহিত। যিনি চলতি মরশুমে প্রথম একাদশে সরাসরি সুযোগ পাচ্ছেন না। খেলছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। যে কারণে নিজের ব্যাটিং ছাড়া বেশিরভাগ সময়ই ডাগ আউটে কাটাচ্ছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক।
বাঙ্গার মুম্বই শিবিরের এই সিদ্ধান্তের সমালোচনা করেন এবং জানান, রোহিতের উচিত মাঠে নেমে খেলা। যাতে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বিশেষ পরামর্শদাতা হিসেবে নিজের ইমপুট দিতে পারেন।
এই নিয়েই মুখ খোলেন রায়ডু। বলেন, ‘আমার মনে হয় না হার্দিকের রোহিতের পরামর্শ দরকার। একজন অধিনায়ককে সব সময় একলা ছেড়ে দেওয়া উচিত। ধোনির আশাপাশে দশজন ঘুরে ঘুরে ইমপুট দিত না। রোহিতকেও দেয়নি কেউ। তাহলে হার্দিক পরামর্শ নিতে যাবে কেন?’
এরপরই রুখে দাঁড়ান সঞ্জয় বাঙ্গার। বলেন, ‘তোমার এমনটা মনে হতেই পারে। কারণ তুমি কোনওদিন আইপিএল জেতা দলকে নেতৃত্ব দাওনি। কিন্তু আমরা এখানে এমন একজনকে (রোহিত শর্মা) নিয়ে কথা বলছি যিনি একাধিক আইপিএল খেতাব জিতেছেন।‘