শেষ আপডেট: 9th October 2023 15:55
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি আক্রান্ত শুভমন গিলের শারীরিক অবস্থা কেমন, সেই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা, সেই আলোচনায় যেন আরও গতি এনেছে। ওপেনার হিসেবে শুভমন এখন সেরা ফর্মে আছেন। তাই তাঁর দলে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন আপামোর ক্রিকেট প্রেমীরা। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধেও শুভমনের খেলার সম্ভাবনা খুবই কম!
এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতীয় ব্যাটার শুভমন গিল দলের সঙ্গে দিল্লি যেতে পারছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচ ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধেও খেলার সম্ভাবনা নেই। এখন তিনি চেন্নাইয়ে ভারতীয় দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন।
শুভমনের না খেলাটা ভারতীয় দলে বড় ধাক্কা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। গিলের পরিবর্তে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেন করেছিলেন ঈশান কিশান। কিন্তু শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
শুভমনের এটাই প্রথম বিশ্বকাপ। এখন এই তরুণ ক্রিকেটার স্বপ্নের ফর্মে রয়েছেন। রোহিত শর্মার সঙ্গে তাঁর ওপেনিং জুটির ওপর ভরসা ভারতীয় ক্রিকেট ভক্তদের। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ওপেনিং জুটি স্কোরবোর্ডে ভাল রান রাখতে পারলেই বিপক্ষকে চাপে ফেলা যাবে। কিন্তু শুভমনের না থাকাটা উল্টে ভারতকেই চাপে ফেলে দিয়েছে।