শেষ আপডেট: 9th February 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: অবিশ্বাস্য। অভাবনীয়। অনির্বচনীয়। যতই বিশেষণ ব্যবহার করা হোক না কেন, শুভমান গিল যে ক্যাচটা নিয়ে হ্যারি ব্রুককে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন, তা যেন কমই মনে হবে। পিছন দিকে অনেকটা দৌড়ে নিজের শরীরটা হাওয়ায় ছুড়ে দিলেন। অবশেষে একটি চোখ ধাঁধানো ক্যাচ নিয়ে সকলের নজর কেড়ে নিলেন।
একটা সময় মনে হচ্ছিল হ্যারি ব্রুক এবং জো রুট ব্রিটিশ ইনিংসকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন। মাঠের চারদিকেই দেখতে পাওয়া যাচ্ছে বাউন্ডারির বন্যা। একটা সময় তো মনে হচ্ছিল, এই জুটিকে ঠেকানো সম্ভবই নয়। এমনই একটা পরিস্থিতিতে ৩০ ওভারে হর্ষিত রানার হাতে বল তুলে দেন রোহিত শর্মা।
ওভারের চতুর্থ ডেলিভারিটা তুলনামূলক কিছুটা ধীরগতিতে করেছিলেন হর্ষিত। বলা যেতে পারে, খানিকটা অফকাটার ছিল। হ্যারি লেগ সাইডে খেলতে যান। কিন্তু, টাইমিংটা একেবারে ঠিকঠাক হয়নি। মিড অফে দাঁড়িয়েছিলেন শুভমান। ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ডানদিকে দৌড়তে শুরু করেন।
What an incredible catch by Indian vice-captain Shubman Gill..???????? pic.twitter.com/oBpiulH9IN
— Naji ???? (@Naji_Gill_77) February 9, 2025
এক সেকেন্ডের জন্যও বলের উপর থেকে চোখ সরাননি তিনি। দৌড়তে দৌড়তে বাউন্ডারির কাছে চলে আসেন। অবশেষে নিজের শরীরটা হাওয়ায় ভাসিয়ে দেন। কার্যত বাজপাখির মতো ছোঁ মেরে শেষপর্যন্ত ক্যাচটা তালুবন্দি করলেন। ৩০ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নাগপুরে আয়োজিত প্রথম ওয়ানডে ম্যাচে হর্ষিত রানার বলে এমনই একটি ক্যাচ তালুবন্দি করেছিলেন যশস্বী জয়সওয়ালও। ওই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা দশম ওভারে হর্ষিত রানাকে বল করার জন্য ডেকে নিয়েছিলেন। ওভারের তৃতীয় বলে রানা একটা ঝাঁঝালো বাউন্সার ডেলিভারি করেন। জবাব দেওয়ার জন্য ডাকেট পুল শট হাঁকাতে যান। মিড উইকেটে দাঁড়িয়ে ছিলেন যশস্বী জয়সওয়াল। তিনি পিছনদিকে দৌড়তে শুরু করেন। তারপর হাওয়ায় শরীরটা ভাসিয়ে দিয়ে অবিশ্বাস্য একটা ক্যাচ তালুবন্দি করেছিলেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই দুটো ক্যাচের মধ্যে তুলনা টানতে শুরু করেছেন।