শেষ আপডেট: 12th February 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ক শুভমান গিল দুর্দান্ত একটি শতরান করেছেন। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। সেঞ্চুরির পাশাপাশি এই ম্যাচে শুভমান একটি বড় রেকর্ড কায়েম করলেন। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২,৫০০ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলার রেকর্ড ভেঙে দেন তিনি। আমলা ৫৩ ইনিংসে এই রেকর্ড কায়েম করেছিলেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) শুভমান গিলের ২,৫০০ রান করার জন্য ২৫ রানের দরকার ছিল। দশম ওভারে বল করতে এসেছিলেন গাস অ্যাটকিনসন। এই ওভারের পঞ্চম বলে একটা বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ডটি কায়েম করেন শুভমান। তিন ম্যাচের এই সিরিজে শুভমানকে দুর্দান্ত ফর্মে দেখতে পাওয়া গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়ার ব্য়াটিং ইতিমধ্য়ে শেষ হয়ে গিয়েছে। টস জিতে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শুরুতে রোহিত শর্মা ১ রান করে আউট হয়ে গেলেও, শুভমান ব্রিটিশদের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেয়। ১০২ বলে ১১২ রান করেন তিনি। সঙ্গে বিরাট কোহলি (৫২) এবং শ্রেয়স আইয়ারের (৭৮) হাফসেঞ্চুরি ইংরেজদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে।
দায়িত্ব পেয়ে ভালভাবে পালন করলেন কেএল রাহুলও। ২৯ বলে তাঁর ব্যাট থেকে ৪০ রানের একটি মারকাটারি ইনিংস বেরিয়ে আসে। তবে শেষবেলায় ব্যাট হাতে সবাইকে চমকে দিলেন হর্ষিত রানা। ১০ বলে ১৩ রান করলেন তিনি। তার থেকেও বড় কথা একটি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। শেষপর্যন্ত ভারত ১ উইকেট বাকি থাকতে ৩৫৬ রানে অলআউট হয়ে যায়। এই উইকেটে ইংল্যান্ড এবার কেমন ব্যাটিং করে, সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন।