শেষ আপডেট: 25th January 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের ফর্ম নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন। কিন্তু, রঞ্জি ট্রফিতে ইতিমধ্যে তিনি নিজের সেই হারানো ফর্ম ফিরে পেয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে তিনি দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেন এবং একটি ধামাকাদার শতরান করেন। একটা সময় পঞ্জাব ক্রিকেট দল মাত্র ৮৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। গোটা দলই চলে গিয়েছিল একেবারে ব্যাকফুটে। ঠিক এই জায়গায় শতরানটি হাঁকালেন শুভমান। তাঁর এই সেঞ্চুরিয়ন ইনিংসে ১৪ চার এবং তিন আকাশছোঁয়া ছক্কা রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুভমান গিল নিজের হারানো ফর্ম ফিরে পেলেন। কর্নাটকের বিরুদ্ধে পঞ্জাব ক্রিকেট দলের হয়ে তিনি সেঞ্চুরি হাঁকালেন। সবথেকে বড় কথা, দলের কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে গর্জে উঠলেন তিনি। শুরু থেকেই তিনি একটা দিক ধরে রেখেছিলেন। ১১৯ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। এরপর গিল স্বমহিমায় ফেরেন। পরের ৪০ বলে বাকি ৫০ রান বেরিয়ে আসে। সেইসঙ্গে একটি নজরকাড়া শতরান হাঁকান তিনি।
শুভমান গিল পঞ্জাব ক্রিকেট দলের হয়ে কার্যত একাই লড়াই করে যান। সপ্তম উইকেটে তিনি মায়াঙ্ক মার্কন্ডের সঙ্গে হাফসেঞ্চুরির পার্টনারশিপ করেন। মায়াঙ্ক প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর অষ্টম উইকেটে সুখদীপ বাজওয়ার সঙ্গে শুভমান ৩৭ রানের পার্টনারশিপ গড়েন।
শুভমান শতরান করলেও পরাজয় আটকাতে পারেনি পঞ্জাব ক্রিকেট দল। প্রথম ইনিংসে পঞ্জাব মাত্র ৫৫ রানেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। জবাবে কর্নাটক প্রথম ইনিংসে ৪৭৫ রানে করে ৪২০ রানের লিড নিয়ে ফেলে। এরপর দ্বিতীয় ইনিংসে পঞ্জাব ২১৩ রান অলআউট হয়ে যায়। এই পরিস্থিতিতে কর্নাটক এক ইনিংস এবং ২০৭ রানে এই ম্যাচে জয়লাভ করে।