শেষ আপডেট: 9th February 2025 23:12
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকমাস ধরেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্য়াটে রান দেখতে পাওয়া যাচ্ছিল না। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। শেষপর্যন্ত কটকের বরাবাটি স্টেডিয়ামে তিনি যাবতীয় সমালোচনার জবাব দিলেন। তাঁর চওড়া ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে শতরান। শেষপর্যন্ত ১১৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন তিনি।
তবে রবিবার রোহিতের এই যুদ্ধটা একেবারে সামনে থেকে দেখলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক শুভমান। তিনিও এই ম্যাচে ৬০ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। শুভমানের কথায়, 'আজ ব্যাট করার সময় রোহিত যথেষ্ট ভাল মুডেই ছিল। আর ওর সঙ্গে তো ব্যাট করতে বেশ মজাই লাগে।'
প্রসঙ্গত, শুভমান এই নিয়ে পরপর ২ ম্যাচে হাফসেঞ্চুরি করলেন। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অধিনায়কের সঙ্গে তিনিই যে ওপেন করতে নামবেন, তা বলা যেতেই পারে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে যশস্বী জয়সওয়ালের। যাইহোক, শুভমান বললেন, 'আজ শুরু থেকেই রোহিত বেশ বিধ্বংসী মেজাজে ছিল। যেভাবে ইংল্যান্ডের ফাস্ট বোলারদের ও শাসন করছিল, সেটা আমি যথেষ্ট উপভোগ করছিলাম। এই উইকেট ব্যাটিং সহায়ক। কয়েকটা বল হয়ত নীচু হয়ে আসছিল।'
তিনি আরও যোগ করেন, 'ব্য়াট করার সময় রোহিতের সঙ্গে আমার যথেষ্ট কথাবার্তা হচ্ছিল। আমাদের মধ্যে একটাই কথা হচ্ছিল যে বল দেখো, বল মারো। প্রত্যেকটা বল অনুসারে শট নির্বাচন করার পরামর্শ দিচ্ছিলাম একে অপরকে। আর একবার উইকেটে সেট হওয়ার পর ও যে তাণ্ডব চালাল, সেটা তো আপনারা সকলেই দেখেছেন।'