শেষ আপডেট: 6th October 2023 12:13
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে রবিবার থেকে। কিন্তু তার আগেই খারাপ খবর ভারতীয় শিবিরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুভমন গিল ডেঙ্গি আক্রান্ত। সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে পারবেন না ভারতীয় ওপেনার।
শুভমনের এটাই প্রথম বিশ্বকাপ। এখন এই তরুণ ক্রিকেটার অবিস্মরণীয় ফর্মে রয়েছেন। রোহিত শর্মার সঙ্গে তাঁর ওপেনিং জুটির ওপর ভরসা ভারতীয় ক্রিকেট ভক্তদের। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ওপেনিং জুটি স্কোরবোর্ডে ভাল রান রাখতে পারলেই বিপক্ষকে চাপে ফেলা যাবে।
এহেন পরিস্থিতিতে শুভমন গিলের অসুস্থতার খবর উদ্বেগ বাড়িয়েছে। ভারতীয় শিবির সূত্রে খবর, শুভমনের সুস্থতার জন্য ম্যাচ শুরুর শেষ পর্যায় পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে গিল ১০০ শতাংশ সুস্থ না হলে তাঁকে মাঠে নামানো হবে না।
অস্ট্রেলিয়া সফরে গিলের ব্যাটে রানের ফোয়ারা দেখা গিয়েছিল। কিন্তু সফর চলাকালীনই জ্বরে পড়েছিল্রন তিনি। একা তিনি নন, টিমের আরও অনেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে পরে সুস্থ হয়ে মাঠে ফেরেন গিল।
এখন জানা যাচ্ছে, গিল ফের জ্বরে আক্রান্ত, কিন্তু এটি সাধারণ জ্বর নয়। তিনি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে ভারতীয় শিবির সূত্রে খবর। আজ, অর্থাৎ শুক্রবার ফের শুভমনের ডেঙ্গি পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী দু'দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।