শেষ আপডেট: 25th March 2025 23:59
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এ দারুণ শুরু করল পাঞ্জাব কিংস। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে ১১ রানে হারিয়ে শুভ সূচনা করল শ্রেয়স আইয়ারের দল। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রান তোলে পাঞ্জাব। জবাবে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাত ৫ উইকেটে ২৩২ রানেই থেমে যায়।
শ্রেয়সের দুরন্ত ইনিংস, ব্যর্থ মিডল অর্ডার
এই ম্যাচে নেতৃত্বের সঙ্গে ব্যাট হাতেও সামনে থেকে দলকে টানলেন শ্রেয়স আইয়ার। কলকাতা নাইট রাইডার্স তাকে ধরে না রাখার সিদ্ধান্ত নেওয়ার পর পাঞ্জাবের জার্সিতে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি কতটা গুরুত্বপূর্ণ। ৪২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে ৫টি চার ও ৯টি ছক্কা হাঁকালেন তিনি। ওপেনার প্রিয়াংশ আর্যও (২৩ বলে ৪৭) ঝোড়ো ইনিংস খেলেন। তবে ব্যর্থ হন বাকিরা— প্রভসিমরন সিংহ (৫), গ্লেন ম্যাক্সওয়েল (০), মার্কাস স্টোইনিস (২০) কেউই টিকতে পারেননি। শেষদিকে শশাঙ্ক সিংহের (১৬ বলে অপরাজিত ৪৪) দারুণ ইনিংসে বড় স্কোর গড়ে পাঞ্জাব।
২৪৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাতের হয়ে শুরুটা ভালই করেন শুভমন (১৪ বলে ৩৩) ও সাই সুদর্শন (৪১ বলে ৭৪)। তিন নম্বরে নেমে ৩৩ বলে ৫৪ রান করেন জস বাটলার। তবে গুরুত্বপূর্ণ সময়ে পাঞ্জাবের ইমপ্যাক্ট প্লেয়ার বিজয়কুমার বৈশাখ ও মার্কো জানসেনের দুর্দান্ত বোলিং গুজরাতের রানের গতি কমিয়ে দেয়। শেষদিকে শার্ফেন রাদারফোর্ড (২৮ বলে ৪৬) চেষ্টা করলেও জয় ছিনিয়ে আনতে পারেননি।
পাঞ্জাবের হয়ে অর্শদীপ সিংহ ৩৬ রানে ২ উইকেট নেন। জানসেন (১/৪৪), ম্যাক্সওয়েল (১/২৬) ও বৈশাখ (৩ ওভারে ২৮ রান) গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বল হাতে ব্যর্থ গুজরাতের বোলাররা, কেবল সাই কিশোর (৩০ রানে ৩ উইকেট) কিছুটা ভাল বল করেন। এই জয়ের ফলে পাঞ্জাব কিংস আত্মবিশ্বাস বাড়িয়ে নিল। অন্যদিকে, গুজরাত টাইটান্সকে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য কঠিন লড়াই করতে হবে।