শেষ আপডেট: 12th February 2025 21:11
দ্য ওয়াল ব্যুরো: ভাগ্য যদি হয় পরশপাথর, তাহলে শ্রেয়স আইয়ারের কথা বলতেই হবে। ওয়ানডে সিরিজে শ্রেয়সের খেলার কোনও কথাই ছিল না। এমনকী, প্রথম ম্যাচে বিরাট কোহলি যদি চোটের কারণে নিজের নাম না প্রত্যাহার করতেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শ্রেয়সের খেলা কার্যত অনিশ্চিত ছিল।
কিন্তু, সুযোগের সদ্বব্যবহার কীভাবে করতে হয়, সেটা অবশ্যই শ্রেয়স আইয়ারকে দেখে শেখা দরকার। তিনটে ম্যাচে শ্রেয়স যথাক্রমে ৫৯, ৪৪ এবং ৭৮ রান করলেন। আর এই ব্যাটিং পারফরম্যান্সের কারণে যশস্বী জয়সওয়ালকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বেরিয়ে যেতে হল।
তৃতীয় ওয়ানডে ম্যাচের পর শ্রেয়স বললেন, 'প্রথম ম্যাচে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। সেকারণে প্রত্যেকটা বলের মেরিট অনুসারে ব্যাট করেছিলাম। দ্বিতীয় ম্যাচে নিজের সহজাত প্রবৃত্তির উপর ভরসা রেখেছিলাম। কিন্তু, দুর্ভাগ্যক্রমে রান আউট হয়ে যাই। তবে আজকের ম্যাচে সুযোগটা ১০০ শতাংশ কাজে লাগাতে চেয়েছিলাম। আজ একটা সেঞ্চুরি করতে চেয়েছিলাম। কিন্তু, শেষপর্যন্ত পারলাম না।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শ্রেয়সের এই ব্যাটিং ভারতীয় নির্বাচকদের মুখে যে ইতিমধ্যে ঝামা ঘষে দিয়েছে, তা অনায়াসে বলা যেতে পারে। শৃঙ্খলাভঙ্গের কারণে টিম ইন্ডিয়ার দরজা তাঁর সামনে বন্ধ করে দিয়েছিল বিসিসিআই। এখানেই শেষ নয়। ২০২৪ আইপিএল টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়। সবমিলিয়ে শ্রেয়সের সামনে একটা যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে যাবতীয় প্রতিকূলতা সামলে ফের নিজের চেনা ছন্দে ফিরেছেন শ্রেয়স।
তিনি আরও যোগ করেন, 'শুধুমাত্র পুল কিংবা কাট শটই যে সবসময় হাঁকাতে হবে, তার কোনও মানে নেই। যে শটে বাউন্ডারি আসবে না, তখন সিঙ্গলস নেওয়াও দরকার। গোটা ড্রেসিংরুমে আপাতত উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রত্যেক ক্রিকেটারের মধ্যে যথেষ্ট এনার্জি রয়েছে। সকলেই যথেষ্ট ভাল ফর্মে রয়েছে। আশা করব, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমার এই ফর্মটা বজায় থাকবে।'