শেষ আপডেট: 26th March 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেটে একাধিক ট্রফি জয়ের পর এবার তিনি নেমেছেন আইপিএলে নতুন দলের দায়িত্ব নিয়ে। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পর এবার নেতৃত্ব দিচ্ছেন পাঞ্জাব কিংসকে। আর প্রথম ম্যাচেই দেখালেন উদারতার নজির—ব্যক্তিগত সেঞ্চুরির সুযোগ থাকলেও তা না নিয়ে তিনি খেলার স্বাধীনতা দিলেন সতীর্থকে।
৯৭ রানে অপরাজিত থেকেও সেঞ্চুরির কথা ভাবেননি শ্রেয়স!
গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস তোলে ২৪৩ রান, যা প্রথম ইনিংসে আইপিএলের অন্যতম সর্বোচ্চ স্কোর। অধিনায়ক শ্রেয়স আইয়ার অপরাজিত থাকেন ৯৭ রানে, যেখানে মাত্র ২৭ বলে ফিফটি করেন তিনি। পুরো ইনিংসে তিনি হাঁকান ৫টি চার ও ৯টি ছক্কা।
শেষ ওভারে শ্রেয়সের সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু তিনি নিজের ব্যক্তিগত রানের চেয়ে দলের স্কোরকে এগিয়ে নেওয়াকে গুরুত্ব দেন। তখনই দলের আরেক ব্যাটার শশাঙ্ক সিং ১৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে শেষ ওভারে সিরাজকে মারেন ২৩ রান! ফলে পাঞ্জাব কিংস বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয়।
এই বছর মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংস দলে নেয় শ্রেয়স আইয়ারকে। অধিনায়ক হওয়ার পাশাপাশি তিনি দলের সঠিক পরিচালনাও করছেন, যার প্রতিফলন দেখা গেল এই ম্যাচে। তাঁর নির্দেশনায় শশাঙ্ক স্বাধীনভাবে খেলতে পারেন এবং শেষ পর্যন্ত দলের রান নিয়ে যান রেকর্ড গড়ার দিকে।
শশাঙ্ক কী বললেন শ্রেয়সের সম্পর্কে?
প্রথম ইনিংস শেষে শশাঙ্ক সিং বলেন, "শ্রেয়স আমাকে প্রথম বল থেকেই আগ্রাসী হতে বলেন। শেষ ওভারের আগে তিনি আমাকে বড় শট মারতে বলেন, এবং আমি সেটা করার স্বাধীনতা পাই।" এই ম্যাচে শ্রেয়স কেবল ব্যাট হাতে নয়, অধিনায়ক হিসেবেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর বুদ্ধিদীপ্ত নেতৃত্ব এবং ব্যাটিং-নৈপুণ্য এবারের আইপিএলে পাঞ্জাব কিংসকে কতদূর নিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়!