শেষ আপডেট: 5th February 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: ন্যাটওয়েস্ট ট্রফিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খুলে ঘোরানো ইতিহাস হয়ে গিয়েছে। সৌরভ সেবার জবাব দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রূ ফ্লিনটফকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফ্লিনটফ জার্সি খুলে ঘুরিয়েছিলেন। তার জবাব দিয়েছিলেন সৌরভ লর্ডসের ব্যালকনিতে।
এবার একইভাবে বিশাখাপত্তনমনে বেন স্টোকস ও শ্রেয়স আইয়ারের মধ্যে বিতর্ক হয়েছে। ইংল্যান্ড অধিনায়ক স্টোকসকে রানআউট করে শ্রেয়স তাঁকে প্রথমা দেখিয়েছেন। স্টোকসও একইভাবে শ্রেয়সকে আঙুল দেখান ভারতীয় ব্যাটিং ইনিংসে। শ্রেয়সের এদিনের ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে।
BEN STOKES RUN-OUT...!!!!
— sports cricket (@cricket_new07) February 5, 2024
- What a throw by Shreyas Iyer. ????#INDvsENGTest #INDVSENG #ShreyasIyer #Benstokes pic.twitter.com/1eSepB27j0
অশ্বিনের বল ব্যাটের কানায় লেগে লেগসাইডে চলে যায়। বেন ওকস একরান নেওয়ার জন্য দৌড়ান। স্টোকস দুলকি চালে রান নিতে গিয়েছিলেন, কিন্তু শ্রেয়স ছোঁ মেরে বলটা ধরে সোজা উইকেটে ছুড়তেই রানআউট হয়ে যান ইংল্যান্ড দলনেতা। তিনি ভেবেছিলেন ঠিক পৌঁছে যাবেন অন্য প্রান্তে, কিন্তু শ্রেয়স এক হাতে বল ধরে সরাসরি থ্রোয়ে রানআউট করে দিয়ে প্রথমা দেখিয়েছেন।
শ্রেয়সের ক্যাচ ধরে আলোচনায় এসেছিলেন স্টোকসও। তিনি প্রায় ৩৫ গজ দৌড়ে শ্রেয়সের ক্যাচ নেন দক্ষতার সঙ্গে। সেই ক্যাচ ধরে আঙুল দেখিয়ে মাঠ থেকে বেরতে বলেন শ্রেয়সকে। তার জবাব দিলেন ব্রিটিশ অধিনায়ককে।