শেষ আপডেট: 1st March 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: শ্রেয়স আইয়ারের সমর্থনে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি জানিয়ে দিয়েছেন, বোর্ডের বার্ষিক চুক্তি থেকে কেন শ্রেয়সকে বাতিল করা হয়েছে, সেটি বিসিসিআইয়ের বিষয়। আমার সেই নিয়ে কিছু বলা ঠিক হবে না। তবে তিনটি ফরম্যাটেই শ্রেয়স দক্ষ এক ক্রিকেটার। টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল। আমার বিশ্বাস, এবার আইপিএলেও ভাল খেলবে।
শ্রেয়সকে বোর্ডের চুক্তির বাইরে রাখা নিয়ে দেশের প্রাক্তনদের সুর প্রায় এক। সবাই বলছেন, শ্রেয়সের অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত ছিল। কারণ ভারতীয় ক্রিকেটের ভিত হল ঘরোয়া ক্রিকেট। এই পরিস্থিতিতে শ্রেয়সকে সমর্থনের হাত বাড়িয়ে দিল কেকেআর দল।
চোট কাটিয়ে শ্রেয়স এবার ফিরছেন আইপিএলে। ২২ মার্চ থেকে এবার আইপিএল শুরু হবে। প্রথম ১৫ দিনের জন্য টুর্নামেন্টের সূচি বানানো হয়েছে। ২৩ মার্চ ইডেনে কেকেআর তাদের অভিযান শুরু করবে হায়দরাবাদের বিরুদ্ধে। ১৫ মার্চ থেকে ইডেনে প্রস্তুতি শুরু করবে কেকেআর দল।
ইতিমধ্যেই মুম্বইয়ের অস্থায়ী শিবিরে যোগ দিয়েছেন মোট ন’জন ক্রিকেটার। তাঁরা হলেন নীতীশ রাণা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা, অনুকূল রায়, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, শাকিব হুসেন এবং রামনদীপ সিং।