শেষ আপডেট: 2nd March 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি ইভেন্ট হলে টিম ইন্ডিয়া যে ক্রিকেটারের নাম সবথেকে বেশি আলোচিত হয়, তিনি হলেন যুবরাজ সিং। ২০০৭ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপ হোক কিংবা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, যুবরাজ সিং বরাবরই টিম ইন্ডিয়ার হৃদয় জয় করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে যুবরাজ সিং অবসর গ্রহণ করার পর থেকেই তাঁর বিকল্প হিসেবে একজন ক্রিকেটারকে খুঁজছিল টিম ইন্ডিয়া। অবশেষে সেই ক্রিকেটারের খোঁজ পাওয়া গেল। যিনি যুবরাজ সিংয়ের মতোই ৪ নম্বরে ব্যাট করতে নেমে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
অভিজ্ঞ যুবরাজ সিং আইসিসি ইভেন্টে বরাবরই ভারতীয় ক্রিকেট দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন। এবার দলের ৪ নম্বরে সেই একই দায়িত্ব গ্রহণ করছেন শ্রেয়স আইয়ার। ইতিপূর্বে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার হয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিলেন তিনি। এবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাট হাতে তাণ্ডব করছেন তিনি।
এই দুটো ইভেন্ট মিলিয়ে আইয়ার ১৪ ম্যাচের ১৪ ইনিংসে ৬১.৮১ ব্যাটিং গড়ে মোট ৬৮০ রান করেন। ইতিমধ্যে শ্রেয়সের ব্যাট থেকে জোড়া শতরান এবং ৫ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। পাশাপাশি, তিনবার তিনি অপরাজিত হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে তিনি ২ অর্ধশতরান করেছেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি দু'বার ৭৫+ রান করেছেন।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে চার নম্বরে ব্যাট করে যুবরাজ সিং একাধিক ম্যাচ জিতিয়েছেন। এবার শ্রেয়সও এই নম্বরে ব্যাট করতে টিম ইন্ডিয়াকে একাধিকবার কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন। যুবরাজের মতো শ্রেয়সও আক্রমণাত্মক ব্যাট করতে ভালবাসেন। সত্যি কথা বলতে কী, যুবরাজ সিংয়ের পর টিম ইন্ডিয়া এই প্রথমবার চার নম্বরে একজন ম্যাচ উইনারকে পেয়েছে।