শেষ আপডেট: 8th March 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তরুণ ব্য়াটার শ্রেয়স আইয়ারকে কার্যত প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এমনকী, বিরাট কোহলির ব্যাটিং সাফল্যের কৃতিত্বও তিনি শ্রেয়সকেই দিলেন। অশ্বিনের কথায়, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল ওভারগুলোয় শ্রেয়স যেভাবে স্পিনারদের বিরুদ্ধে রাজত্ব করেছে, সেকারণেই কিং কোহলি আরও হাত খুলে খেলার সাহস দেখিয়েছেন।
এই টুর্নামেন্টে শ্রেয়স আইয়ার এখনও পর্যন্ত একটাও শতরান করতে পারেননি। এমনকী, একবারও তাঁর হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব তুলে দেওয়া হয়নি। কিন্তু, দুবাইয়ের উইকেটে স্পিনারদের বিরুদ্ধে তিনি যেভাবে ব্যাট করেছেন, তা সকলের নজর কেড়েছে। এখনও পর্যন্ত শ্রেয়স চার ইনিংসে মোট ১৯৫ রান করেছেন। আর সেকারণেই অশ্বিন মনে করেন যে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচে শ্রেয়সই টিম ইন্ডিয়ার 'গেম চেঞ্জার' হতে পারেন।
নিজের হিন্দি ইউটিউব চ্যানেল 'অ্যাশ কি বাত'-এ অশ্বিন বললেন, 'আমার মতে তো ফাইনাল ম্য়াচে গেম চেঞ্জার শ্রেয়সই হতে পারে। ওর বর্তমান ফর্মের দিকে তাকিয়ে কথাটা অনায়াসেই বলা যায়।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ম্য়াচের পর ও রবিন উথাপ্পার সঙ্গে কথা বলছিল। সেইসময় রবিন ওকে প্রশ্ন করে যে কীভাবে নিজের মাথা এতটা ঠান্ডা রাখতে পারে? জবাবে শ্রেয়স বলেছিল যে ও নিজের নিঃশ্বাস-প্রশ্বাস নিয়ে অনুশীলন করে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এই ছেলেটাই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধামাকাদার ব্যাটিং করেছিল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অসাধারণ একটা ইনিংস খেলেছিল। আর এই টুর্নামেন্টে আরও একবার শ্রেয়সই মধ্যমণি হয়ে উঠেছে।'
শর্ট পিচ বোলিংকে যেভাবে শ্রেয়স সামলাচ্ছেন, তা দেখে কার্যত অভিভূত রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন বললেন, 'স্পিনের পাশাপাশি শর্ট পিচ বল খেলার ব্যাপারেও ও যথেষ্ট উন্নতি করেছে। হতে পারে, গত ম্য়াচে ও আউট হয়ে গিয়েছে। কিন্তু, এটা কোনও ব্যাপার নয়। আমি মনে করি, এটাই শ্রেয়সের অন্যতম প্রধান শক্তি। আজ যেটায় ও ভাল পারফরম্য়ান্স করছে, কাল আরও ভাল করতে চাইবে।'
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে শ্রেয়স পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ১১৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। বিরাট শেষপর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স যখন ব্যাট করতে নেমেছিলেন, সেইসময় টিম ইন্ডিয়া ৩০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে তিনি অক্ষর প্যাটেলের সঙ্গে একটি ম্য়াচজয়ী ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। সঙ্গে নিজে করেছিলেন ৭৯ রান। এরপর সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত আবারও ৪২ রানে জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল। সেইসময় শ্রেয়স ফের বিরাটের সঙ্গে ৯১ রানের একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন এবং টিম ইন্ডিয়াকে বিপদমুক্ত করেন।