শেষ আপডেট: 20th January 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ইতিপূর্বে ২০২৪ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে আইপিএল টুর্নামেন্ট খেলেছেন। জিতিয়েছিলেন ট্রফিও। কিন্তু, তারপরও শ্রেয়স আইয়ারকে রিটেন করতে চায়নি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই সিদ্ধান্ত যথেষ্টই চাঞ্চল্যকর ছিল। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অবশেষে মুখ খুললেন শ্রেয়স আইয়ার।
যে অধিনায়কের উপর নির্ভর করে কলকাতা নাইট রাইডার্স খেতাব জয় করল, তাঁকেই শেষ পর্যন্ত আগামী সিজনে রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজি। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছিল। কেকেআরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এই প্রথমবার মুখ খুললেন শ্রেয়স আইয়ার। আইডিয়া এক্সচেঞ্জে কথা বলতে গিয়ে শ্রেয়স বললেন, 'কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেতাব জিততে পেরে সত্যিই খুব ভাল লেগেছিল। এই দলে প্রচুক সমর্থক রয়েছে। ওরা স্টেডিয়ামে আলাদা করে উত্তেজনা নিয়ে আসছিল। এই ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ফলে একটা ব্যাপার স্পষ্ট যে আইপিএল চ্যাম্পিয়নশিপের পরই আমাদের মধ্যে একপ্রস্থ কথাবার্তা হয়েছিল। তারপর বেশ কয়েকমাস আর কোনও কথা হয়নি। রিটেনশনের ব্যাপারেও কোনও আগ্রহ দেখানো হয়নি। এমনটা দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে কথাবার্তা এতটাই কমে গিয়েছিল যে শেষপর্যন্ত কার্যত বাধ্য হয়েই পারষ্পরিক সম্মতিতে দল ছাড়ার সিদ্ধান্ত নিই।'
শ্রেয়স আইয়ার আরও যোগ করলেন, 'হ্যাঁ, সত্যি কথা বলতে কী আমি এই সিদ্ধান্তের পর আমি যারপরনাই হতাশ হয়ে পড়েছিলাম। কারণ কথাবার্তা বলার জন্য় আমার কাছে স্পষ্ট কোনও বিষয় ছিল না। যদি রিটেনশন তারিখের মাত্র এক সপ্তাহ আগে গোটা বিষয়টা আপনি জানতে পারেন, তাহলে তো একটা কথা বোঝাই যায় যে আমাদের মধ্যে যোগাযোগের যথেষ্ট অভাব ছিল। সেকারণে আমাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। কপালে যা লেখা ছিল, সেটাই হয়েছে। তবে এর পাশাপাশি আমি আরও একটা কথা বলতে চাই যে শাহরুখ খান স্যার, ওঁর পরিবারের সঙ্গে আমি যে সময় কাটিয়েছি, সেটা এককথায় অনির্বচনীয় ছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেতাব জয়, আমার জীবনে অন্যতম বড় মাইলফলক হয়ে থাকবে।'