শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 15th April 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: গত মরসুমে আইপিএলে (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর (KKR)। সেই দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) এবার ছেড়ে দিয়েছে নাইট শিবির। আর নতুন দলে গিয়ে দুরন্ত পারফর্ম করে চলেছেন একদা বোর্ডের ‘অবাধ্য ছেলে’ শ্রেয়স। আজ শ্রেয়সের নতুন দল পঞ্জাবের (Punjab) বিরুদ্ধে নামবে কেকেআর। পুরনো দলের বিরুদ্ধে নামার আগে দারুণ খবর পেলেন পঞ্জাব কিংসের অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে মার্চ মাসের জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত করেছে। মঙ্গলবার আইসিসি এই ঘোষণা করার পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে ডানহাতি ব্যাটসম্যানের পারফরম্যান্সের প্রশংসা করেছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রেয়স ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, করেছিলেন ২৪৩ রান। এই টুর্নামেন্টে তিনি দু’টি অর্ধশতকের ইনিংস খেলেন।
মাস সেরা পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার পর, আইয়ার বলেন, "মার্চ মাসের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে মনোনীত হতে পেরে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি অবিশ্বাস্য। বিশেষ করে যে মাসে আমরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। এটি এমন একটি মুহূর্ত যা আমি সর্বদা লালন করব।"
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে শ্রেয়সের ব্যাট গর্জে ওঠে। এটি ভারতের টানা দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট শিরোপা। এর আগে ২০২৪ সালে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। দুবাইতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে, ৩০ বছর বয়সি ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার দু’টি চার এবং সমান ছক্কার সাহায্যে ৪৮ রান করেন। ভারত ম্যাচটি জেতে চার উইকেটে।
মার্চের সেরা ক্রিকেটার হওয়ার পর আইয়ার ভক্তদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "এত বড় মঞ্চে ভারতের সাফল্যে অবদান রাখতে পারা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। আমি আমার সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফদের কাছে তাদের অটল সমর্থন এবং বিশ্বাসের জন্য কৃতজ্ঞ। ভক্তদেরও আন্তরিক ধন্যবাদ। আপনাদের শক্তি এবং উৎসাহ আমাদের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করবে।"