Latest News

ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাই ভাবছে বিরক্ত ও হতাশ শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে চাইছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। তাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে। গত ১০ মাস ধরে তারা শুধুই অপেক্ষা করে গিয়েছে, কিন্তু লাল হলুদ কর্তারা চুক্তিপত্রে স্বাক্ষর করেননি। তারা বহুবার এই নিয়ে বললেও আসল কাজ হয়নি। এই নিয়ে বিরক্ত ও হতাশ বিনিয়োগকারী সংস্থার কর্তারা।

শ্রী সিমেন্টের পক্ষ থেকে এক শীর্ষ আধিকারিক জানিয়ে দিয়েছেন, তাঁদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে। তারা দু’একদিনের মধ্যেই স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবকে দিয়ে দেবে। তারা এই ঝামেলায় আর থাকবে না। কারণ ৩১ অগাস্ট ফুটবলার নেওয়ার সময়সীমা শেষ হবে। তার আগে যা করার করতে হবে। এত দেরি হয়ে যাওয়ার পরে ভালমানের দলগঠন সম্ভব নয়, সেইসময় দল ভাল ফল না করলে সমর্থকদের রোষানলে পড়তে হতে পারে। সেটি ভেবেই পিছপা হচ্ছেন তারা।

সব থেকে বড় কথা, স্পোর্টিং রাইটস দিলেও তার জন্য ইস্টবেঙ্গলকে আর ৫২ কোটি টাকা দিতে হবে না। সেটি কোম্পানি ক্ষতিই হিসেবে দেখবে, জানিয়ে দিয়েছে। চুক্তিতে সই করা নিয়ে যেভাবে কর্তারা নানা বাহানা দেখিয়েছেন, তাতে বিরক্ত রাজ্য সরকারও। তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে নালিশ জানিয়েছেন খোদ শ্রী সিমেন্টের শীর্ষ আধিকারিকও। কারণ খেলা হবে অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রী লাল হলুদ কর্তাদের নির্দেশ দিয়েছিলেন, একটু ছেড়ে খেলার, সেই কথা তাঁরা শোনেননি।

শ্রী সিমেন্টের এই সিদ্ধান্ত  চাপে ফেলে দেবে ইস্টবেঙ্গল ক্লাবকে। অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা। চূড়ান্ত চুক্তিপত্রে সই করা নিয়ে একের পর এক মিটিং করেছেন কর্তারা। মধ্যস্থতাকারীদের সঙ্গেও কথা চালায় ক্লাব। লাভের লাভ কিছুই হয়নি। তারপর ফিফার ট্রান্সফার ব্যানের আওতায় রয়েছে ইস্টবেঙ্গল। তাদের ফুটবলারদের বকেয়া মিটিয়ে খেলতে হবে, সেই ঝামেলাও নিতে হবে শ্রী সিমেন্টকে। সব ভেবেই এবার একেবারে ব্যাকফুটে বাঙুর গোষ্ঠীর কর্তারা।

 

You might also like