শেষ আপডেট: 18th March 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন? তাই নিয়ে সম্প্রতি মুখ খুললেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)। প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে ডিভোর্সের পর ছেলেক ইজহানকে (Izhaan Mirza Malik) সময় দেওয়া কতটা হয়ে ওঠে? শোয়েবের কথায়, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ (Divorce) হলেও ছেলের প্রতি কর্তব্যে কোনও ফাঁক না রাখার চেষ্টাই করেন তিনি।
২০২৪ –এর জানুয়ারিতে বিবাহবিচ্ছেদের হলেও শোয়েব এবং সানিয়া দু’জনে মিলে ছেলে ইজহানকে মানুষ করার সিদ্ধান্ত নিয়েছেন। ছেলে এখনও ছোট, তাই প্রাইমারি কাস্টডি মা সানিয়ার কাছে থাকলেও, অনেক সময়ই বাবা হিসেবে মানুষের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে যে তিনি ছেলেকে সময় দেন না। তাঁদের যোগ্য জবাব দিতে শোয়েব জানান, আলাদা থাকলেও বাবা-ছেলের মধ্যে বন্ডিং খুবই স্ট্রং।
সম্প্রতি পাকিস্তানের একটি রমজান স্পেশাল টেলিভিশন প্রোগ্রামে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন। কথায় কথায় ছেলে ইজহানের প্রসঙ্গ ওঠে। শোয়েব (Shoaib Malik) বলেন, তাঁর সঙ্গে ছেলের সম্পর্ক যতটা না বাবা-ছেলের, তাঁর থেকে বরং অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। তাঁর কথায়, ‘ছেলে কখনও আমাকে ‘ব্রো’ বলে ডাকে, কখনও আমি ওকে ‘ব্রো’ বলি। আমি মাসে দু’বার যখন দুবাই যাই দেখা করতে ওর সঙ্গে, ওকে আমি নিজে স্কুলে দিয়ে আসি, নিয়েও আসি আবার।’
শোয়েব আরও জানান, বাবা-ছেলের মধ্যে খেলা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। প্রতিদিন তাঁদের ভিডিও কলে কথা হয় এই নিয়ে।
ক্রিকেটের মতো পেশা, তারওপর ভৌগোলিক দূরত্ব- সব সামলেও শোয়েব যে ছেলেকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন তাঁর কথা থেকেই স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ইজহানকে (Izhaan Mirza Malik) নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় শোয়েবকে, সে খেলাই হোক বা বাবা-ছেলের কোনও খুনসুটির মুহূর্ত।
২০১০ সালে শোয়েব-সানিয়ার বিয়ের খবর ছিল ওই বছরের সবচেয়ে চর্চার বিষয়। একদিকে, সানিয়া (Sania Mirza) তখন ভারতীয় টেনিসের উজ্জ্বল নক্ষত্র, সব মিলিয়ে ছ’টি গ্র্যান্ড স্লাম তাঁর ঝুলিতে। অন্যদিকে, শোয়েব পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। পরবর্তীকালে তাঁদের সম্পর্ক সোজা পথে না এগোলেও ছেলে ইজহান মির্জা মালিকের যত্নে ও ভালবাসায় কোনও ত্রুটি রাখেননি প্রাক্তন এই তারকা দম্পতি।