Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধনতিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার
Shoaib's YT Account Banned

শোয়েবের ইউটিউব চ্যানেল ভারতে ‘নিষিদ্ধ’, বাতিলের তালিকায় একাধিক পাক ক্রিকেটারের অ্যাকাউন্ট

সোমবার সকাল থেকে বন্ধ হওয়া পাকিস্তানের (Pakistan) একাধিক ইউটিউব চ্যানেলের (Youtube Chanel) তালিকায় জুড়ে গেল প্রাক্তন পেসার শোয়েব আখতারের (Shoaib Akhtar) নাম। 

শোয়েবের ইউটিউব চ্যানেল ভারতে ‘নিষিদ্ধ’, বাতিলের তালিকায় একাধিক পাক ক্রিকেটারের অ্যাকাউন্ট

শোয়েব আখতার

শেষ আপডেট: 28 April 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল থেকে বন্ধ হওয়া পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেলের তালিকায় জুড়ে গেল প্রাক্তন পেসার শোয়েব আখতারের নাম। পহেলগামে জঙ্গি নাশকতায় ২৬ জন ভারতীয় নাগরিক, যাঁদের অধিকাংশই পর্যটক, তাঁদের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। যার আওতায় রয়েছে সোশ্যাল মিডিয়াও।

যদিও সরকারি বিবৃতিতে যে সমস্ত অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ রয়েছে সেই তালিকায় শোয়েব আখতারের নাম নেই। এই কারণে প্রশ্ন উঠেছে: তাহলে কি পাকিস্তানের প্রাক্তন বোলারের নাম কি অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছে? নাকি এরপর আরও একটি সংশোধিত লিস্ট প্রকাশিত হবে?

উল্লেখ্য, রশিদ লতিফ, বাসিত আলির মতো একাধিক ক্রিকেটারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। পাকিস্তান থেকে পরিচালিত হলেও ভারতে তাদের বাজার বেশ জনপ্রিয়। কেন্দ্রের কোপে আপাতত সমস্ত চ্যানেলই ‘ব্যানড’। এই তালিকায় রয়েছেন শোয়েব আখতারও। যদিও বাকিদের চেয়ে কয়েক কদম এগিয়ে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বিভিন্ন বিষয়ে অকপট মন্তব্যের জন্য দুই মুলুকের তামাম ক্রিকেটভক্তের মধ্যে সুখ্যাতি রয়েছে শোয়েবের।


প্রসঙ্গত, আজ সরকারি তরফে যে সমস্ত অ্যাকাউন্টের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে অনেক চ্যানেলকেই চিরতরে ‘সাসপেন্ড’ করা হয়েছে। অর্থাৎ, পাকিস্তানের ওই সমস্ত চ্যানেলে কোনওদিন ভারত থেকে ‘অ্যাকসেস’ করা যাবে না। যদিও অ্যাকাউন্ট ব্যানড হলেও সেখানে আপলোড করা অনেক পুরনো ভিডিও ইউটিউবের অ্যাপ ও ওয়েবসাইট—দু’জায়গাতেই দেখা যাচ্ছে।

এর আগে কাশ্মীরের পহেলগামে হামলা চালায় লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ২২ এপ্রিলের ওই নাশকতায় প্রাণ হারান ২৬ জন। তাঁদের অধিকাংশই ভারতীয় পর্যটক। এই হামলার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি পেশ করে। যেখানে বলা হয়, ‘উস্কানিমূলক ও ‘সাম্প্রদায়িক সংবেদনশীল কন্টেন্ট তৈরি, বিভ্রান্তিমূলক ন্যারেটিভ বানানো এবং ভারত নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে পহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলি ব্যান করা হল।‘

এরপর কোন কোন চ্যানেল পুরোপুরি নিষিদ্ধ, তার তালিকা পেশ করেছে কেন্দ্র। সামা টিভি, ডন নিউজ, ইরশাদ ভাট্টি-র মতো একগুচ্চ চ্যানেল এই তালিকায় রয়েছে।


ভিডিও স্টোরি