শেষ আপডেট: 11th August 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: কোথায় হাওড়া ব্রিজ, আর কোথায় আইফেল টাওয়ারের উচ্চতা।
প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের আগে হুলস্থুল পড়ে গিয়েছে। খালি গায়ে এক যুবক আইফেল টাওয়ারের হাজার ফুট উচ্চতায় উঠে পড়েছিল। আইফেল টাওয়ারের মোট উচ্চতা যেখানে ১০৮৩ ফুট। এই ঘটনায় ব্যাপক সাড়া পড়ে গিয়েছে অনুষ্ঠানের আগে। পুরো এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। ওই যুবককে পুলিশ নামিয়েও এনেছে।
কী করে উঠলেন ওই যুবক? মনে করা হচ্ছে প্যারিসের সময় সকাল ন’টা নাগাদ তিনি লোকচক্ষুর অন্তরালে উঠে পড়েছিলেন। এবার অলিম্পিক্সের প্রতিটি পদকে আইফেল টাওয়ারে যে লোহা দেওয়া হয়েছে, সেই জাতীয় লোহাও রয়েছে পদকে।
পুলিশ অবশ্য ওই জামা না পরা যুবককে আটক করেছে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে কেন তিনি অত উচ্চতার একটা সৌধে উঠলেন। প্যারিসের স্থানীয় সময় রাত ন’টা নাগাদ ফ্রান্স ডি স্টাড স্টেডিয়ামে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল অবশ্য প্যারিসের স্যেন নদীতে।
সমাপ্তি অনুষ্ঠানের জন্য মোট ২৩ হাজার পুলিশ রাখা হয়েছে। কোথাও যেন নাশকতামূলক কোনও কাজ না হয়, তারজন্য সতর্ক থাকা হয়েছে। ওই পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তাঁর কী পরিচয়, আর কী উদ্দেশ্য নিয়ে তিনি এই কাজ করেছেন।