শিখর ধাওয়ান
শেষ আপডেট: 12th February 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ফিরলেন শিখর ধাওয়ান। তবে সরাসরি মাঠে নয়, মাঠের বাইরে। ক্রিকেটার হিসেবে নয়, টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারের অন্যতম মুখ হিসেবে তাঁকে বেছে নিল আইসিসি। বাকিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সরফরাজ আহমেদ, নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। এই চারজন প্রাক্তন খেলোয়াড়কে সামনে রেখে টুর্নামেন্টের বার্তা প্রচার করতে চাইছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে যুগ্মভাবে পাকিস্তান ও দুবাইয়ে। হাইব্রিড মডেলে খেলা হবে। যেখানে ভারত তাদের সমস্ত ম্যাচ খেলবে দুবাইয়ের মাঠে। টুর্নামেন্ট চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত।
আইসিসি সূত্রে খবর, চারজন প্রাক্তন ক্রিকেটারকে মেগা ইভেন্টের প্রচারের কাজে লাগানো হবে। গেস্ট কলাম লেখা থেকে ম্যাচের ফলাফল বিশ্লেষণ—একাধিক দায়িত্ব ন্যস্ত করা হয়েছে ধাওয়ান, ওয়াটসনদের কাঁধে। যা গ্রহণ করার পর রীতিমতো উৎফুল্ল ভারতের প্রাক্তন ক্রিকেটার। শিখর বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হতে পেরে আমি অত্যন্ত খুশি। আসন্ন টুর্নামেন্টের অ্যাম্বাসডর নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। এটা এমন একটি প্রতিযোগিতা, যেখানে সবকিছু মুহূর্তে বদলে যেতে পারে। একে উপভোগ সবসময়ই রোমাঞ্চের। যেখানে মিশে থাকে গর্ব, সম্মান ও জেদ। এই কারণে অংশগ্রহণকারী সমস্ত টিম আবেগ নিয়ে লড়াই জিততে ঝাঁপিয়ে পড়ে।‘
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাওয়ানের রেকর্ড চোখধাঁধানো। ভারতের হয়ে এতে সর্বোচ্চ রান (৭০১) তিনিই করেছেন। মোট সেঞ্চুরির বিচারেও শিখর পয়লা নম্বরে। ২০১৩ সালে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ও নির্বাচিত হন। এ বিষয়ে বলতে গিয়ে ধাওয়ান বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। আর কয়েক দিনের মধ্যেই আমরা বাছাই আটটি টিমকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে দেখব।‘